টানা দুইমাস পেট্রলবোমা সন্ত্রাস চালিয়ে শত শত মানুষকে হতাহত করেছে জঙ্গি, বর্বরনেত্রী খালেদা
লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৭ মার্চ, ২০১৫, ০৩:৪৩:০৬ দুপুর
বিচিত্র এই দেশ। মাসের পর মাস পেট্রলবোমা সন্ত্রাস চালিয়ে মানূষ হত্যা করে বর্বর নেত্রী খালেদা জিযা গণমাধ্যমের সামনে তাকে ‘গণতান্ত্রিক আন্দোলন’ বলার সাহস দেখায়। আবার সেই সংবাদও আমাদের দায়িত্বশীল সংবাদ ও টেলিভিশন মাধ্যম আমাদের পরিবেশন করে, আমরা তর্ক করি, বিতর্ক করি, আলোচনা করি, পক্ষে-বিপক্ষে কথা বলি। মানুষ হত্যা কখনো ‘গণতান্ত্রিক আন্দোলন’ নয়, সবাই একসাথে উচ্চকন্ঠ হতে পারি না। দেশে গণতন্ত্র আসবে কি করে? যতোদিন দুর্বৃত্ত্বরা তাদের সন্ত্রাসী অপতৎপরতার পক্ষে সাফাই গাইতে পারবে এবং আমরা যতোদিন দুর্বৃত্ত্বদের সন্ত্রাসী অপতৎপরতার পক্ষে যুক্তি খুঁজে দেখার চেষ্টা করবো, ততোদিন দুর্বৃত্ত্বায়নের অপরাজনীতি বন্ধ হবে না, গণতন্ত্র প্রতিষ্ঠা তো অনেক দুরের কথা। টানা দুইমাস পেট্রলবোমা সন্ত্রাস চালিয়ে শত শত মানুষকে হতাহত করেছে জঙ্গি, বর্বরনেত্রী খালেদা। তারপর হঠাৎ করে সংবাদ সম্মেলন ডেকে সেই পুরনো ভাষণ দিলেন। নতুন কোন কথা ছিল না সেই ভাষনে। তবে খুঁজে দেখলে তিনটি প্রস্তাব খুঁজে পাওয়া যায় বর্বর নেত্রী খালেদার ভাষনে। প্রথম প্রস্তাব হলো, তাদের গণতান্ত্রিক আন্দোলন (পেট্রলবোমায় মানুষ হত্যা) দমন করতে আইন-শৃঙ্খলাবাহিনী দমন-পীড়ন চালাচ্ছে, তাদের নেতা-কর্মীদের (পেট্রলবোমা সন্ত্রাসী) গ্রেফতার করছে। এসব মানবতাবিরোধী সন্ত্রাসী নেতা-কর্মীদের ছেড়ে দিতে হবে। দমন-পীড়ন বন্ধ করতে হবে। বর্বর, জঙ্গিনেত্রীর সংবাদ সম্মেলন ডাকার উদ্দেশ্য পরিস্কার ও স্পষ্ট। পেট্রলবোমা সন্ত্রাসীদের গ্রেফতার করলে খালেদার চোখে সেটা দমন পীড়ন হয়, এসব সন্ত্রাসীদের ছেড়ে দেয়ার আহ্বান জানানোর জন্যই এই সংবাদ সম্মেলন নামক ভাষন দেয়ার সুযোগ সৃষ্টি করাই ছিল জঙ্গিনেত্রী খালেদার উদ্দেশ্য। কিন্তু দুইমাস ব্যাপি পেট্রলবোমায় যারা হতাহত হয়েছে, তাদের জন্য জঙ্গিনেত্রী খালেদার কোন মর্মবেদনা নেই। বরং এসবের দায় এড়িয়ে অন্যের কাঁধে তা চাপিয়ে দেয়াই ছিল খালেদার উদ্দেশ্য। কারা পেট্রলবোমা মারছে, সেটা দিবালোকের মতো পরিস্কার। তবুও খালেদা জিয়া জনসম্মুখে মিথ্যাচার করার দুঃসাহস দেখায়। অবিলম্বে দেশের মানুষ খালেদা জিয়ার এসব মিথ্যাচারের বিচার চায়। সাধারণ মনুষ মনে করে বর্তমান সরকার খালেদা জিয়াকে বিচারের মুখোমুখি করে দেশের মানুষের আশা পূর্ণ করবে।
বিষয়: বিবিধ
৬২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন