বিদ্যুৎখাতের উন্নয়ন ও পরিধি বাড়াতে বড় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন

লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৪ মার্চ, ২০১৫, ০৩:২২:২৯ দুপুর

আধুনিক জীবনযাত্রার অন্যতম চালিকাশক্তি হলো বিদ্যুৎ। দেশে জনচাহিদার অন্যতমও বিদ্যুৎ। অতীতে বহু সমস্যায় জর্জরিত ছিল বিদ্যুৎ খাতটি। নানা সময়ে দুর্নীতির কালো মেঘ ঢেকে রেখেছিল এই সেক্টরটি। ২০০৯ সালে বর্তমান সরকারের পূর্ববর্তী মেয়াদে বিদ্যুৎ সেক্টরে ছিল এক ধরনের বিশৃঙ্খল অবস্থা। সরকারের জন্য বিদ্যুৎ একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেয়। কারণ ক্ষমতা গ্রহণের সময় ২০০৯ সালের ৬ জানুয়ারি বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ৩২৬৮ মেগাওয়াট। সেই দুরবস্থা কাটিয়ে দেশে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা এখন ১১ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য এটি শুধু আনন্দেরই নয়, গর্ব করার মতোও। এ জন্য অঞ্চলভিত্তিক কয়েকটি নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হয়েছে। প্রতিদিনই বিদ্যুতের চাহিদা বাড়ছে, বাড়ছে গ্রাহক সংখ্যাও। চাহিদার তুলনায় উৎপাদনের একটা ঘাটতি এখনও থেকে যাচ্ছে। তাই সরকার নানামুখী চেষ্টা চালাচ্ছে বিদ্যুতের উৎপাদনের ক্রম অগ্রসরমানতা বজায় রাখতে। এবার বিদ্যুৎ খাতে প্রায় ৩৩ বিলিয়ন ডলার বা দুই লাখ ৫২ হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চীন। দেশটির এক ব্যাংক বিদ্যুৎ বিভাগের ১০ কোম্পানির ৬৫টি প্রকল্পে এই অর্থ ব্যয় করবে। এ ব্যাপারে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় চীনের ওই ব্যাংকের সঙ্গে আলোচনা শুরু করেছে। সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে ২০৩০ সাল পর্যন্ত ৩৬ হাজার ৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জিত হবে। এর মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন হবে ১৬ হাজার ৬০০ মেগাওয়াট, গ্যাস থেকে ৮ হাজার ৯৫৬ মেগাওয়াট, ফার্নেস অয়েল থেকে ৫ হাজার ২১৭ মেগাওয়াট, ডিজেল থেকে ৫০০ এবং পানি থেকে আরও ১০০ মেগাওয়াট এবং অন্যান্য উৎস থেকে বাদবাকি বিদ্যুৎ আসবে। বিদ্যুৎ ছাড়া কোন দেশের সমৃদ্ধি অর্জন প্রায় অসম্ভব। কৃষি, শিল্প থেকে শুরু করে আমাদের দৈনন্দিন সবই বিদ্যুতের ওপর নির্ভরশীল। যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই উন্নয়নের স্বার্থে বিদ্যুতের উৎপাদন ও বিতরণ বাড়াতে হবে। বর্তমান সরকারের প্রচেষ্টায় বর্তমানে বিদ্যুতের এই সফলতা দীর্ঘস্থায়ী হতে পারে। বিদ্যুতের জন্য সরকার যে নানামুখী উদ্যোগ নিচ্ছে তাতে জনগণের পূর্ণ সমর্থন আছে ও থাকবে। কারণ মানুষ জানে অর্থনৈতিক ও জীবনমান উন্নয়নে বিদ্যুতের কোন বিকল্প নেই

বিষয়: বিবিধ

৭১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File