হরতাল-অবরোধের মধ্যেও টেকনাফ বন্দরে ৫ কোটি ৩৬ লাখ টাকার রাজস্ব আদায়

লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৩ মার্চ, ২০১৫, ০৬:৫৭:০২ সন্ধ্যা

টানা অবরোধ-হরতাল সত্ত্বেও ফেব্রুয়ারি মাসে ৫ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪৪৮ টাকার রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে টেকনাফ স্থলবন্দর। ফলে লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৪৯ লাখ ৯ হাজার ৪৪৮ টাকার রাজস্ব আদায় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক এ বন্দরে ফেব্রুয়ারি মাসে ৪ কোটি ৮৭ লাখ টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। ২০১৪-২০১৫ অর্থবছরের ফেব্রুয়ারি মাসে ২২৮টি বিল অব এন্ট্রির মাধ্যমে ৫ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪৪৮ টাকার রাজস্ব আদায় হয়েছে। এর বিপরীতে মিয়ানমার থেকে ২৭ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৯৪১ টাকার পণ্য আমদানি করা হয়েছে। অপরদিকে ৬৫টি বিল অব এক্সপোর্টের মাধ্যমে মিয়ানমারে ৩ কোটি ২ লাখ ৫৭ হাজার ৪১৩ টাকার পণ্য রপ্তানি করা হয়েছে। টানা অবরোধ ও হরতাল সত্ত্বেও ব্যবসায়ীরা আশানুরূপ পণ্য আমদানি করায় লক্ষ্যমাত্রার অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

বিষয়: বিবিধ

৭২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File