বর্তমান সরকারের সাফল্যের ধারাবাহিকতায় মধ্য আয়ের দেশে উন্নতিকরনের লক্ষ্যে ঋণ সহায়তার প্রতিশ্রুতিবদ্ধ বিশ্ব ব্যাংক
লিখেছেন লিখেছেন মশা০০৭ ০১ মার্চ, ২০১৫, ০৪:০০:২৩ বিকাল
বর্তমান সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সাত বছরের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ হতে সহায়তা করতে বাংলাদেশকে জোরালো সমর্থন দেয়ার অঙ্গীকার করেছে বিশ্ব ব্যাংক। বাংলাদেশে অবকাঠাতো উন্নয়ন, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট বিরূপ প্রভাব কমিয়ে আনা এবং ব্যবসায়িক পরিবেশের উন্নতি, জনসেবা বাড়ানো ও সুশাসন নিশ্চিত করতে বিশ্ব ব্যাংকের এমন সহায়তা। প্রাথমিক শিক্ষার অগ্রগতি, শিশু পুষ্টি এবং প্রাকৃতিক দুযোর্গ মোকাবেলার পাশাপাশি দারিদ্র্য বিমোচন এবং মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশের সাফল্য অজর্নে সফল বর্তমান সরকার। যে কারনে অন্যান্য দেশ বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা অনুসরণ করছে। সরকারের এমন সফলতার কারনে আগামী জুনের শেষ নাগাদ বাংলাদেশকে প্রায় মোট দু’ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা দেব। তাছাড়া বিশ্ব ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ উন্নয়ন অংশীদার বাংলাদেশের স্বাধীনতা লাভের পর থেকে দেশের উন্নয়নে বিশ্বব্যাংক এ পর্যন্ত ১৯ বিলিয়নের বেশি সুদমুক্ত আইডিএ ঋণ দিয়েছে। বিশ্ব ব্যাংকের এমন সহায়তায় মধ্যম আয়ের দেশে উন্নীত হয়ে সরকারের লক্ষ্য অজর্নে সাথক হবে বলে আশাবাদী বাংলার জনগণ।
বিষয়: বিবিধ
৭৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন