দেশের চলমান উন্নয়নে আইসিটি খাতসহ অন্যান্য প্রকল্পে বড় বিনিয়োগে আগ্রহী সুইডেন

লিখেছেন লিখেছেন মশা০০৭ ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৫৮:১৪ বিকাল

সুইডেন বাংলাদেশে আইসিটি খাতে ব্যাপক বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া বাংলাদেশের ওষুধ, চামড়া, শিপবিল্ডিং এবং ফার্নিচারের মতো সম্ভাবনাময় শিল্পে বিনিয়োগের বিষয় বিবেচনা করছে। অল্প দিনের মধ্যে এর সম্ভাব্যতা যাচাই সুইডেনের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের প্রচুর চাহিদা রয়েছে।সরকারের ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোতাবেক তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ, চামড়াজাত পণ্য, আইসিটি, জাহাজ রফতানি বৃদ্ধির পরিকল্পনা হাতে নিয়েছে। বাজার সম্প্রসারণ করা হচ্ছে। সুইডেনসহ উন্নত বিশ্বে বাংলাদেশের এ সকল পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন এ সকল পণ্য আমদানির জন্য বিভিন্ন উন্নত দেশ থেকে চাহিদা পাওয়া যাচ্ছে। এ সুযোগকে কাজে লাগাতে সরকার আন্তরিকতার সঙ্গে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এতে বিনিয়োগকারীগণ আরও উৎসাহিত হচ্ছেন। সুইডেন এ সকল ক্ষেত্রে বিনিয়োগ করলে লাভবান হবে। দেশের চলমান পরিস্থিতিতে দেশের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে যাচ্ছে।সুইডেনের প্রস্তাবিত বিনিয়োগ চলতি উন্নয়নে যোগ হলে দেশের আইটি খাতসহ সংশ্লিষ্ট প্রকল্পগুলো আরও গতি ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।

বিষয়: বিবিধ

৬৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File