দেশের মানুষ জানতে চায়, বিডিআর বিদ্রোহের দিন বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্ট থেকে হঠাৎ আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন কেন?

লিখেছেন লিখেছেন মশা০০৭ ২৫ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:১৩:০১ রাত

বিএনপি-জামায়াত ২০০৯ সালে সংঘটিত বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডে জড়িত কিনা এটা নিয়ে জনমনে একটা প্রশ্ন অনেকদিন ধরেই পাক খাচ্ছিল। কিন্তু এখন দেশের মানুষের কাছে তা দিনের আলোর মত পরিষ্কার হয়ে গেছে। বিএনপি-জামাত যদি এই হত্যাকাণ্ডে জড়িত না থাকত তাহলে অবশ্যই ঐ সময়ে তাদেরকে মাঠে দেখা যেত। তারা সরকারকে সহযোগিতা করা থেকে শুধু বিরতই থাকেনি বরং জামাত-বিএনপি হত্যাকারী বিডিআর জওয়ানদের রক্ষা করার চেষ্টা করেছে। আসামীদের পক্ষে বিএনপি-জামাতের আইনজীবীরা মামলায় লড়েছে। জড়িত না থাকলে তারা আসামিদের পক্ষে কেন আইনজীবী প্রয়োগ করল? কেন তাদের রক্ষা করার চেষ্টা করল? এতজন করে আইনজীবি আসামিরা পেল কোথায়? এত টাকা ওরা পেল কোথায়? বিডিআর বিদ্রোহের দিন বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্ট থেকে হঠাৎ আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন। তখন তার প্রটোকল ছিল। কাউকে কিছু জানাননি। দেড় মাস তিনি ক্যান্টনমেন্টের বাসায় যাননি। উনি ছিলেন কোথায়? এ প্রশ্নের জবাব কি উনি দিতে পারবেন? সবাই পিলখানায় ছুটে গিয়েছিলেন, তিনি কেন যাননি? বিচারেও তিনি কোনো সহযোগিতা করেননি। উল্টো আসামিদের পক্ষে আইনজীবি নিয়োগ করে দিয়েছিলেন। অন্যদিকে মানবতাবিরোধী অপরাধীদের পক্ষেও তারা। ভেবে দেখার বিষয় হলো তারা সব সময় খুনিদের পক্ষেই থাকে। একাত্তরে যে কায়দায় মানুষ হত্যা হয়েছে, ৫ জানুয়ারির আগেও ঠিক সেভাবেই মানুষ হত্যা করা হয়েছে। সেই দিনের ঘটনার সময় বিএনপির নেতারা কি ধরনের আচরণ করেছে, তা সারা দেশের মানুষ দেখেছেন। তাদের সেই আচরণ পর্যালোচনা করলেই বিষয়টি আরও পরিষ্কার হবে।

বিষয়: বিবিধ

৬৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File