ঘরে বসেই মিলছে সব সরকারী সেবা। আশ্চর্য চাঁদ এখন যেন এদেশের মানুষের হাতের মুঠোয়

লিখেছেন লিখেছেন মশা০০৭ ২০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৩:৩৭:৩৬ দুপুর

সময় বদলে যায়, উন্নয়নের চাকা ঘুরে নতুন দিগন্ত উন্মোচিত হয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা বর্তমান সরকারের হাত ধরেই দিগন্ত উন্মোচন হয়েছিল আরও কয়েক বছর আগে। আইসিটি খাতে সরকারের বিশেষ সাফল্যের কারণেই ডিজিটালাইজেশনের জোয়ারে ভাসছে বাংলাদেশ। টং দোকানদার থেকে কোটিপতি, সবার হাতেই ইন্টারনেট সেবা। শিক্ষিত কিংবা অশিক্ষিত সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সংযুক্ত। সরকারী-বেসরকারী প্রতিটি প্রতিষ্ঠান অন লাইনে তাদের কার্যক্রম পরিচালনা করছে, এমনকি প্রতি মুহূর্তেই আপডেট হচ্ছে সকল সরকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইট। বাংলাদেশ বিনির্মাণের ফলে আউটসোর্সিং খাতেই কাজ করছে ৪ লাখ তরুণ ফ্রিল্যান্সার। আর এই খাত থেকেই আয় হচ্ছে ২১ মিলিয়ন ডলার। আইসিটি খাতে বর্তমানে বাংলাদেশের আয় ২৫০ মিলিয়ন ডলার, তবে আগামী চার বছরে তা ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘরে বসে সরকারী অফিসের তথ্য পাওয়া যাচ্ছে- তা যেন এক সপ্তম আশ্চর্য। প্রয়োজনীয় সরকারী কর্মকর্তার ফোন নম্বর হাতের নাগালে, তাও যেন আকাশের চাঁদ। বিশ্বের সকল আশ্চর্য ও আকাশের সব চাঁদ এখন এদেশের মানুষের হাতের মুঠোয়। যা বর্তমান সরকারের অন্যতম সাফল্য। মানুষ ঘরে বসেই পাওয়া যাচ্ছে সরকারী সকল সেবা, সকল তথ্য। দেশের সকল উপজেলা, জেলার সরকারী অফিস, মন্ত্রণালয়, বিভাগ ও বিভিন্ন দপ্তরে ওয়েবসাইট চালু আছে। সরকারী প্রতিটি প্রতিষ্ঠান তাদের সকল কার্যক্রম ওয়েবসাইটে আপডেট করে সরকারী প্রদত্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। দেশে বর্তমানে নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে। স্কাইপ, ফেসবুক, গুগুল ছাড়াও যে কোন মোবাইল অপারেটিং সিস্টেম ব্যবহার করে থ্রি জি প্রযুক্তির সংযোজনের ফলে ভিডিও বার্তার মাধ্যমে সকল ধরনের তথ্য ও ভাবের আদান প্রদান করা হচ্ছে। পুরো বিশ্বকে একত্রীকরণের উদ্দেশ্যে সরকারের এই উন্নয়নমুখী কার্যক্রমকে বাংলার জনগণ স্বাগত জানায়।

বিষয়: বিবিধ

৪৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File