ব্যবসা কেন্দ্র নারায়ণগঞ্জকে তার হারানো গৌরব পুনরুদ্ধারে নির্মাণ হচ্ছে তৃতীয় শীতলক্ষ্যা সেতু ও ভুলতা ফ্লাইওভার

লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৫ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:০৫:২০ বিকাল



রাজধানী ঢাকা ও বন্দর নগরী নারায়ণগঞ্জকে সংযুক্ত করার তৃতীয় শীতলক্ষ্যা সেতু ও ভুলতা ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উন্নয়নমুখী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক দশমিক দুই কিলোমিটার দীর্ঘ শীতলক্ষ্যা সেতুটি সৌদি আরবের আর্থিক সহায়তায় ৩৭৭ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে জেলার সৈয়দপুর- বন্দর উপজেলার মদনগঞ্জ পয়েন্টে নির্মাণ করা হবে। প্রকল্পের আওতায় দুই দশমিক ১৩ কিলোমিটার দীর্ঘ পার্শ্ব রাস্তা নির্মাণ করা হবে। অন্যদিকে ২৩৯ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ঢাকা- সিলেট মহাসড়কে ভুলতা ফ্লাইওভার নির্মাণ করা হবে। প্রকল্পটি ২০১৮ সালের জুন মাসে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। শীতলক্ষ্যা সেতু ও ভুলতা ফ্লাইওভার দেশের অন্যতম ব্যবসা কেন্দ্র নারায়ণগঞ্জকে তার হারানো গৌরব পুনরুদ্ধারে সহায়তা করবে। ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে আরও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা তথা আশেপাশের এলাকার ও জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে সরকারের এমন প্রকল্প একটি যুগান্তকারী পদক্ষেপ।

বিষয়: বিবিধ

৬১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File