সন্তানদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে দরিদ্র গর্ভবতী মায়েদের নগদ অর্থ প্রদানের সিদ্ধান্ত সরকারের

লিখেছেন লিখেছেন মশা০০৭ ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:১২:৪৬ রাত



সন্তানদের স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করতে অন্তঃসত্ত্বা পাঁচ লাখ দরিদ্র নারী এবং শূন্য থেকে পাঁচ বছর বয়সী সন্তানের মায়েদের নগদ টাকা দেবে সরকার। এজন্য দুই হাজার ৩৭৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার, যার দুই হাজার ৩৪০ কোটি টাকাই দেবে বিশ্ব ব্যাংক। চলতি বছরের জুন থেকে রংপুর ও ঢাকা বিভাগের ৭টি জেলার ৪২টি উপজেলার ৪৪৩টি ইউনিয়নের ১৬ লাখ পরিবার থেকে নির্বাচিতরা এই সহায়তা পাবেন। মূলত দরিদ্র মায়েদের দারিদ্র্য নিরসনের পাশাপাশি তাদের সন্তানদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি নিশ্চিত করতেই সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে। দরিদ্র অন্তঃসত্ত্বা নারীদের গর্ভকালীন মোট চার বার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। প্রতিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদেরকে ২০০ টাকা করে নগদ দেওয়া হবে। অন্যদিকে শূন্য থেকে ২৪ মাস বয়সী দরিদ্র শিশুদের প্রতিমাসে একবার শরীর বৃদ্ধির পরীক্ষা করে নগদ ৫০০ টাকা করে দেওয়া হবে। ২৫ থেকে ৬০ মাস বয়সী শিশুদের তিন মাসে একবার শরীর বৃদ্ধির পরীক্ষা করে নগদ ১০০০ টাকা দেওয়া হবে। এছাড়াও অন্তঃসত্ত্বা নারী ও মায়েরা প্রতিমাসে অনুষ্ঠিত শিশুপুষ্টি ও উন্নত শিক্ষা বিষয়ে কর্মশালায় অংশগ্রহণ করলে প্রতিবার ৫০০ টাকা করে পাবেন। গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, জামালপুর, শেরপুর ও ময়মন সিংহ এই ৭ জেলায় দারিদ্র্যের হার ৩৫ ভাগেরও বেশি। একই সঙ্গে এইসব এলাকায় অপুষ্টির হারও দেশের অন্যান্য এলাকার তুলনায় অনেক বেশি। তাই সরকারের এই প্রকল্প বাস্তবায়নে শিশু ও নারী মৃত্যুহার যেমন হ্রাস পাবে একই সাথে শিশু ও নারী পুষ্টিও নিশ্চিত হবে।

বিষয়: বিবিধ

৮০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File