প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবের মধ্য দিয়ে ৪ কোটি ৫২ লাখ শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে নতুন ঝকঝকে পাঠ্যবই
লিখেছেন লিখেছেন মশা০০৭ ২৬ ডিসেম্বর, ২০১৪, ০৫:১৭:২৫ বিকাল
আর মাত্র ছয় দিন। দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসব পালনের প্রস্তুতি প্রায় শেষ। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাড়ে চার কোটি শিক্ষার্থীর জন্য ৩৩ কোটি পাঠ্যবইও প্রায় প্রস্তুত। ইতোমধ্যেই উপজেলা ও স্কুল পর্যায়ে পৌঁছে গেছে মোট বইয়ের ৯৫ ভাগ। মাধ্যমিক ও দাখিল স্তরের ৯৮ ভাগ বই চলে গেছে উপজেলা ও স্কুলে। প্রাথমিক স্তরের বই পৌঁছেছে ৯০ ভাগ। ৩০ ডিসেম্বরের মধ্যে যাবে বাকি বই। নতুন বছরের শুরুতেই সপ্তাহব্যাপী উৎসবের মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষার্থী বিনামূল্যের বই পাবে । ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত থাকবে এই উৎসবের আমেজ। এই সময়ে প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবের মধ্য দিয়ে চার কোটি ৫২ লাখ শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে নতুন ঝকঝকে পাঠ্যবই। আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গত বছরের ধারাবাহিকতায় এবারও ভালভাবে বই বিতরণ নিশ্চিত করতে ছাপা হয়েছে চাহিদার তুলনায় অন্তত ৫ শতাংশ বেশি বই। অতিরিক্ত এই বই বাফার স্টক হিসাবে (কোথাও জরুরী প্রয়োজনের জন্য) থাকবে। দেশের স্বার্থে সরকারের এই পরিকল্পনা সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন । প্রাথমিকের ১১টি এবং মাধ্যমিক স্তরের ৬৭টি বইয়ের পা-ুলিপি সংশোধন করে বই ছাপা হয়েছে। ২০১২ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে যুক্ত হয় আইসিটি শিক্ষা ও গ্লোবাল স্টাডিস এ্যান্ড বাংলাদেশ। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীতে বাধ্যতামূলক করা হয় এ দুটি বিষয়। ২০১৫ শিক্ষাবর্ষে মোট চার কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৭৪ জন ছাত্রছাত্রী ধরে নিয়ে বই ছাপাচ্ছে সরকার। তাদের প্রয়োজনীয় বই ধরে নিয়ে নতুন শিক্ষাবর্ষের জন্য মোট ৩২ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৬৭৪ কপি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ করা হচ্ছে। আছে আরও প্রাক-প্রাথমিকের বই ও শিক্ষা উপকরণ। ২০১৫ শিক্ষাবর্ষের মোট বইয়ের মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের এক কোটি ২০ লাখ ৩৩ হাজার ৫৮ কপি, প্রাথমিক স্তরের ১১ কোটি ৪৩ লাখ ৪৮ হাজার ৮৪৪ কপি, ইবতেদায়ীর এক কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৪২০ কপি, দাখিল ও দাখিল ভোকেশনালের তিন কোটি ৮ লাখ ৬০ হাজার ৯৩৫ কপি, মাধ্যমিকের ১৪ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার ২৬২ কপি এবং এসএসসি ভোকেশনাল স্তরের ২১ লাখ ১২ হাজার ১৫৫ কপি বই। অন্যান্য বছরের মতো আপদকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য এবারও ৫ শতাংশ বই অতিরিক্ত ছাপা হচ্ছে।
বিষয়: বিবিধ
৮৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন