বহুল আলোচিত দক্ষিণবঙ্গ তথা বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মাসেতু স্বপ্নের বাধ ভেঙ্গে ২০১৮ সালের মধ্যেই খুলে দেওয়ার জন্য সকল কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার (পর্ব-১)

লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৮ ডিসেম্বর, ২০১৪, ০৫:০৯:৪৪ বিকাল

সরকার খুব দ্রত কাজ সম্পন্ন করার লক্ষ্যে তিন ধাপে, জার্মানি, চীন ও সিঙ্গাপুর থেকে বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসছে। নির্ধারিত সময়েই স্থাপন হবে সবকিছু। অনেক প্রতীক্ষার পদ্মা সেতু নির্মাণে শুরু হয়ে গেছে। সরকার ২০১৮ সালেই সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দিবে। সে লক্ষ্যেই এখন ব্যস্ততা পদ্মাপাড়ের মাওয়া ও জাজিরা পয়েন্ট এলাকায়। কয়েক হাজার শ্রমিক কাজ করে যাচ্ছেন। শুধু মাওয়া বা জাজিরা পয়েন্ট নয়, পদ্মা সেতুর কাজ হচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও। জার্মানি, চীন ও সিঙ্গাপুরে সেতুর সরঞ্জাম তৈরির কাজ চলছে। তিন ধাপে বৃহৎ এই সেতুর নির্মাণ সম্পন্ন হবে। এখন চলছে প্রথম ধাপের কাজ। নির্মাণ প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি লিমিটেড পদ্মাপাড়ে নির্মাণ করেছে বিশাল ইয়ার্ড। সেখান থেকে সেতুর কাজ পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে পদ্মাপাড়ে নিয়ে আসা হয়েছে ভারী সব যন্ত্রপাতি। নানা কাজ চলছে পদ্মার দুই পাড় জুড়েই। মূল সেতুর নির্মাণ শুরুর আগে প্রাথমিক সব পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি চলছে নদী শাসনের কাজ। এগোচ্ছে সংযোগ সড়ক নির্মাণের কাজও। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম স্বপ্নের পদ্মাসেতু নির্মাণের কাজ চলছে জোরেশোরে। বর্তমান সরকার ও জনগনের এটাই প্রত্যাশা নির্ধারিত সময়ে কাজ শেষ করে ২০১৮ সালের ডিসেম্বরেই পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া যাবে।............চলবে।

বিষয়: বিবিধ

৭৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File