মানসম্মত শিক্ষা বিস্তারে বাংলাদেশ সেনাবাহিনীর ঈর্ষণীয় সাফল্য ও দক্ষতার পরিচয় মেলেছে। শুধু শিক্ষা বিস্তারই শেষ নয়, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যুগোপযোগী আধুনিক শিক্ষা বিস্তারের লক্ষ্যেও কাজ করছে
লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৭ ডিসেম্বর, ২০১৪, ০৪:২৫:৪৮ বিকাল
মানসম্মত শিক্ষা বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর সদস্যদের পেশাগত প্রশিক্ষণের জন্য বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পাশাপাশি বর্তমানে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হচ্ছে ৩৩টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং ১২টি ক্যাডেট কলেজ। এছাড়াও সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হচ্ছে ১৬টি ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ। এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাসমূহে শীর্ষস্থান বজায় রাখছে। পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারাদেশে ঈর্ষণীয় সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। এসব প্রতিষ্ঠানে সামরিক-অসামরিক পরিবারের ছেলেমেয়েরা উন্নত শিক্ষা-দীক্ষা লাভের সুযোগ পাচ্ছে। এসব প্রতিষ্ঠানের ফলাফল বেশ সন্তোষজনক। শিক্ষাব্যয়ও তুলনামূলক কম। সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেলে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাইভেট শিক্ষক ও কোচিংয়ের পেছনেও ছুটতে হয় না। সারাদেশের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সেনাবাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণে পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের আবাসিক ও অনাবাসিক এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফলের জন্য প্রতিবারই প্রশংসিত হচ্ছে। তাই ঢাকায় ভালো স্কুল-কলেজের চাহিদা পূরণের লক্ষ্যে সেনাকর্মকর্তাদের নেতৃত্বে নতুন কিছু শিক্ষাপ্রতিষ্ঠান করার পরিকল্পনাও সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ক্যাডেট কলেজগুলো প্রতিবারই ঢাকা বোর্ড ছাড়া সাধারণ সব বোর্ডেই শীর্ষস্থান ধরে রাখছে। যথাযথ অধ্যবসায় ও সুশৃঙ্খল নিয়ম-কানুন মেনে চলার জন্যই তাদের এই সাফল্য। দেশে শুধু সাধারণ শিক্ষার্থীদের জন্য শিক্ষা বিস্তারে কাজ করে থেমে থাকেনি সেনাসদস্যরা বরং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যুগোপযোগী আধুনিক শিক্ষা বিস্তারের লক্ষ্যেও কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন ও সম্প্রসারণে জাতির পিতা কর্তৃক গৃহীত পদক্ষেপের ধারাবাহিকতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়কালেও অব্যাহত রয়েছে।
বিষয়: বিবিধ
৯৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন