গ্রামাঞ্চলে ব্যবসা ও বাণিজ্য প্রসারের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে দেশের বিদ্যুৎ সঞ্চালনে ৬০ মিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মান

লিখেছেন লিখেছেন মশা০০৭ ১৬ ডিসেম্বর, ২০১৪, ০৩:২৬:০৬ দুপুর



বিদ্যুৎ সঞ্চালনে ৬০ মিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মান। এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও ইউরো অনু বিভাগ প্রধান আবুল মুনসুর মো. ফয়েজ উল্লাহ এবং জার্মানির কেএফডব্লিউ-এর পক্ষে স্পেশাল প্রোগ্রাম ডাইরেক্টর লিসা স্টেইনচার চুক্তিতে স্বাক্ষর করেন। এতে ঢাকায় নিযুক্ত জার্মান চার্জ দ্য এফেয়ার্স উপস্থিত ছিলেন। জার্মান বিদ্যুৎ খাতে সহায়তা দিচ্ছে, এটি একটি ভাল দিক। সরকারের লক্ষ্যে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা উন্নত করতে। এর মধ্য দিয়ে বিদ্যুতের সিস্টেম লস কমে আসবে। বিদ্যুৎখাতে বাংলাদেশের এটি বড় বিনিয়োগ। জার্মান সরকার খুব আনন্দিত এই চুক্তি করতে পেরে। বিদ্যুৎখাত খুবই গুরুত্বপূর্ণ। তাই জার্মান সরকার এ খাতে গুরুত্ব দিয়ে বিনিয়োগে আগ্রহী হয়েছে। বিদ্যুতের অপচয় রোধ করতে বর্তমান সরকার কাজ করছে। এই চুক্তির আওতায় ইমপ্রুভমেন্ট অব পাওয়ার ট্রান্সমিশন ইন দ্য ওয়েস্টার্ন জোন শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নকল্পে কেএফডব্লিউ বাংলাদেশ সরকারকে যে ৬০ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তা প্রদান করবে। এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ২৩০ কেভি এবং ১৩২ কেভি সঞ্চালন ব্যবস্থা ও সাব-স্টেশনের উন্নয়নের মাধ্যমে নির্ভরযোগ্য ও অধিকতর কার্যকরভাবে ওই অঞ্চলসমূহে বিদ্যুৎ বিতরণের পরিসর বৃদ্ধি ও সক্ষমতা প্রতিষ্ঠা করা। প্রকল্পটি পিজিসিবি বাস্তবায়ন করবে। প্রকল্পটির মেয়াদকাল জানুয়ারি ২০১৫ থেকে ডিসেম্বর ২০১৮। প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামাঞ্চলে ব্যবসা ও বাণিজ্য প্রসারের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে অবদান রাখবে।

বিষয়: বিবিধ

৭৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File