রাজনীতি করতে হলে রাজনৈতিক শিক্ষা থাকাটা জরুরি। নাগরিকরা রাষ্ট্রের কাঠামো শাসকগোষ্ঠীকে স্বীকার করেই তার নাগরিক স্বাধীনতাগুলোর চর্চা করা উচিত
লিখেছেন লিখেছেন মশা০০৭ ২৯ নভেম্বর, ২০১৪, ০৪:৪৪:৫৯ বিকাল
দেশে স্বৈরাচার কিংবা একনায়কতন্ত্র চলছে না, বাংলাদেশে এখন গণতান্ত্রিক অবস্থা বর্তমান। নাগরিকরা এখন যে সুবিধাগুলো বা স্বাধীনতাগুলো পাচ্ছে স্বাধীনতা পরবর্তী সরকারগুলোর সঙ্গে তুলনামূলক বিচারের সমানুপাতে তা আশাজাগানিয়াই শুধু নয়, উদ্দীপনামূলকও। যদিও বিএনপি কিংবা জামায়াতের মতো কুপমন্ডুক দলগুলো তা স্বীকার করে না। তারা অবশ্য বাকস্বাধীনতার অর্থই বোঝে না। কোনো সার্বভৌম দেশের সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার বাকস্বাধীনতা কোনো সংবিধান দেয় না। নাগরিকরা রাষ্ট্রের কাঠামো শাসকগোষ্ঠীকে স্বীকার করেই তার নাগরিক স্বাধীনতাগুলোর চর্চা করবেন। বিএনপি জামায়াত বারবার বলার চেষ্টা করেছে গণজাগরণ মঞ্চ আসলে আওয়ামী লীগের একটা সাজানো নাটক, সরকার তার প্রতিবাদ করেছে, আওয়ামী লীগ তার প্রতিবাদ করেছে, মঞ্চ তার প্রতিবাদ করেছে। গণজাগরণ হয়েছিলো বলেই বরং বর্তমান সরকারের পক্ষে সুবিধা হয়েছিলো মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার আইনের ফোকড়গুলো বন্ধ করার সংশোধনী আনার। এটা বোকাও বোঝে সরকার আন্তরিকভাবে না চাইলে তা হতো না। বিএনপি কিংবা জামায়াতের মতো কুপমন্ডুক দলগুলোর কাছে আমাদের সাধারন জনগণের শুধু একটা অনুরোধ নতুন প্রজন্মকে রাজনৈতিক ছবক দিয়েন না প্লিজ। আপনাদের কারণে তারা রাজনীতি শুধু নয় আমার প্রাণের সংগঠনটাকেও ঘৃণা করতে শুরু করেছে। আগে নিজেদেরকে রাজনৈতিক হিসেবে গড়ার যোগ্যতা অর্জন করুন।
বিষয়: বিবিধ
৮১৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন