দ্ব্যর্থক

লিখেছেন লিখেছেন পুস্পগন্ধা ২৪ মে, ২০১৫, ০৪:২৭:১৪ বিকাল



যখন কোন সাগরে ঝড় উঠে

তোমরা সবাই তা দেখো আর ভয়ে কাঁদো

কখনো কি ভেবেছো? কতটা দুঃখে সাগর এতটা খেঁপে যায়

কতটা দুঃখে উছলে উঠে তার বুকের ভিতর জমে থাকা এত অশ্রু।

যখন কোন পাহাড় থেকে ঝর্ণা ধারা বয়ে যায়

তোমরা সবাই তা দেখে দু'চোখ জুড়াও

কখনো কি ভেবে দেখেছো?

তার হৃদয়ের গহীণে জমে থাকা কত ব্যাথায় এত অশ্রু জমেছে?

কখনো কি ভেবেছো

এ পানি তার চোখ-নাক দিয়ে বয়ে যাওয়া কান্না।

যখন কাদার ধস নামায়

তোমরা শুধু তার ধ্বংসাত্মক রুপটাই দেখ

কখনো কি ভেবেছো? এ তার আত্মাহত্যা

কস্টের বোঝা যখন আর বইতে পারেনা

তখনই তার প্রাণটা বেড় করে দেয় কাদার স্রোতে।

যখন কোন পাহাড়ে অগ্নুতপাত হয়

তোমরা শুধু এর ভয়াভহতাই দেখো

কখনো কি ভেবেছো?

কতদিনের অত্যাচারে সে তার বুকে জমে থাকা ক্ষোভ এভাবে ঝাড়লো।

যখন চারদিক কাঁপিয়ে ঝড় আসে

তোমরা শুধু একে ক্ষতিকরই মনে কর

কিন্তু কখনো কি ভেবেছো?

কতটা কস্টে গাছপালা তার আপন অঙ্গের বিচ্ছেদ ঘটায়

কতটা কস্টে সে তার পাতা গুলিকে

ঝড়িয়ে উড়িয়ে দুমরে মুচরে ফেলে

কখনো কে শুনতে পাও তার ডাল ভাঙ্গার উহ শব্দটুকু।

যখন কোন মানুষ মানুষকে উপকার করে

তোমরা সবাই তাকে বন্ধু ভাব

কিন্তু কখনো কি ভেবেছো?

এই মানুষের মনেই বাস করে হাজারো অনিস্টের রুপরেখা

হাজারো ধ্বঙ্গের প্রতিচ্ছবি

কখনো কি খুজে দেখেছো

মানুষের মনের কত রঙ বদল

ক্ষণিকেই ভালো, আবার ক্ষনিক পরেই সর্বনাশের হোতা।

বিষয়: বিবিধ

১৩১১ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

322217
২৪ মে ২০১৫ বিকাল ০৪:৫১
গাজী সালাউদ্দিন লিখেছেন : অসাধারণ শব্দ চয়ন, গভীর চিন্তার বহিঃপ্রকাশ!!!! সত্যি ভাবি না, কিন্তু ভাবার যথেষ্ঠ কারণ রয়েছে। যত বেশি ভাববো, প্রভূর সৃষ্টি নৈপুন্য ততই আমাদের চোখে ভেসে উঠবে।

আজ প্রথম আপনার লেখা পড়লাম, অসাধারণ লিখতে পারেন, কোথায় ছিলেন এতোদিন, কেন এতো সুন্দর গভীর চিন্তা ভাবনার উদ্রেককারী লেখা পরিবেশন করেন নি?
২৫ মে ২০১৫ সকাল ০৯:৪৫
263437
পুস্পগন্ধা লিখেছেন :
ছিলাম আপনাদের মাঝেই.......।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদHappy
322222
২৪ মে ২০১৫ বিকাল ০৫:১১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ মে ২০১৫ সকাল ০৯:৪৬
263438
পুস্পগন্ধা লিখেছেন :
ধন্যবাদ...।
322243
২৪ মে ২০১৫ সন্ধ্যা ০৬:১৫
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : গাজী সালাউদ্দীন ভাই’র সাথে একমত ।
২৫ মে ২০১৫ সকাল ০৯:৪৭
263440
পুস্পগন্ধা লিখেছেন :
বাহার ভাই আপনাকে ধন্যবাদ....।
কার সাথে কথা বলেন?
322280
২৪ মে ২০১৫ রাত ০৯:৫৪
অবাক মুসাফীর লিখেছেন : শব্দচয়ন চমৎকার,কবিতাটাও বেশ লাগলো। এভাবে ভাবা হয় নি, ভাবতে হবে।

তবে ছোট্ট একটা কথা বলতেই হচ্ছে। আমি কবিতা বুঝি কম, তবে এতটুকু বুঝি সাহিত্‌যে বানান খুব গুরুত্বপূর্ণ, আর কবিতাতে যেখানে অল্প কিছু শব্দে অনেক অনেক কথাবার্তা লুকিয়ে থাকে সেখানে বানান আরো গুরুত্বপূর্ণ।

বানানের প্রতি আর একটু লক্ষ্‌য রাখুন, কবির প্রতি শুভকামনা। Happy
২৫ মে ২০১৫ সকাল ০৯:৪৯
263442
পুস্পগন্ধা লিখেছেন :
আপনাকে অনেক ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য।
বানান নিয়ে আমার একটু সমস্যা হয়।
খেয়াল রাখব ইনশাআল্লাহ....।
Happy
322285
২৪ মে ২০১৫ রাত ১০:৩০
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চমৎকার লিখেছেন। সত্যিই চিন্তার বিষয়। জাযাকাল্লাহ খাইর
২৫ মে ২০১৫ সকাল ০৯:৫৩
263444
পুস্পগন্ধা লিখেছেন : ওয়ালাইকুমুস্‌সালাম, আপনাকে অনেক ধন্যবাদ। হুমম আসলেই চিন্তার বিষয়।
জাযাকাল্লাহ খাইর.......
322292
২৪ মে ২০১৫ রাত ১০:৫৬
আফরা লিখেছেন : আসলে তো এমন করে ভাবি নি কখনো ।অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপু ।
২৫ মে ২০১৫ সকাল ০৯:৫৪
263445
পুস্পগন্ধা লিখেছেন :
আপু আপনাকে অনেক ধন্যবাদ......
322355
২৫ মে ২০১৫ সকাল ১১:১৮
বৃত্তের বাইরে লিখেছেন : ভালো লাগলো চিন্তার খোরাক যোগানো মনের অনুভুতি Good Luck Rose
২৫ মে ২০১৫ দুপুর ০১:০৯
263494
পুস্পগন্ধা লিখেছেন :
ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।



কি মনে হয় বৃত্তের বাইরে আসতে হবে? Tongue



323892
০১ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৪৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার কবিতাটা অসাধারন হয়েছে, খুব ভাল লাগলো। আপনি যেভাবে ভেবেছেন, তেমনি করে কোন দিন ভাবা হয়নি। ধন্যবাদ আপনাকে
০২ জুন ২০১৫ দুপুর ০১:৫৪
265700
পুস্পগন্ধা লিখেছেন :

ধন্যবাদ আপনাকেও কবিতাটা পড়ার জন্য..........।
Happy
325835
১৪ জুন ২০১৫ রাত ০৯:১৬
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ সুন্দর লিখেছেন
১৫ জুন ২০১৫ সকাল ১১:৩২
268147
পুস্পগন্ধা লিখেছেন :
জাজাকাল্লাহ, আপনার সুন্দর মন্তব্যের জন্যে......


মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File