অনিশ্চিতে নিশ্চয়তা.....

লিখেছেন লিখেছেন পুস্পগন্ধা ০৫ জানুয়ারি, ২০১৫, ১০:৪১:১৩ সকাল



যদি আর কখনও আমরা দুজন এ পথে নাহি আসি

জেনে নিও সখা, জানিও তুমি, তোমায় ভালোবাসি।

যদি আর কখনও আমরা দুজন দুজনারে নাহি দেখি

জেনে নিও সখা, জানিও তুমি, তোমাকেই খুঁজি।

যদি আর কখনও আমরা দুজন কাছে নাহি আসি

জেনে নিও সখা, জানিও তুমি, সপ্ন না হয় বাসী।

যদি আর কখনও আমরা দুজন, নাহি গাহি এই গান

জেনে নিও সখা, জানিও তুমি, কাঁদিবে আমার প্রাণ।

যদি আর কখনও আমরা দুজন পথ খুঁজে নাহি পাই

জেনে নিও সখা, জানিও তুমি, কোথাও নাহি ঠাঁই।

যদি আর কখনও আমরা দুজন এক হতে নাহি পাড়ি

জেনে নিও সখা, জানিও তুমি, প্রাণ যাবে দেহ ছাড়ি..................

বিষয়: বিবিধ

১৩৮৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299362
০৫ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:২০
হতভাগা লিখেছেন : বাবা মা আপনার পছন্দের পাত্রের কাছে আপনাকে দিচ্ছে না , তাই না ?

সমস্যা নেই , জামাইকে সবসময়ই অস্থির করে রাখবেন আর প্রেমিকের সাথে আলাপ চালিয়ে যাবেন ।
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৫৫
242386
পুস্পগন্ধা লিখেছেন :
বাহ ! ভালো বুদ্ধি দিলেন তো!

ভাই আপনার কমেন্ট পড়ে মনে হয় আপনি ভালই ভুক্তভোগী!!!!!!!!!!!!!! আপনার জন্য সমবেদনা রইল Good Luck Good Luck Good Luck


০৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:০১
242388
হতভাগা লিখেছেন : গাছেরটা খাবেন , আবার তলারটাও কুড়াবেন । একজন আপনাকে পেড়ে দেবে , আরেকজন কুড়িয়ে দেবে । আপনাকে কোন কষ্ট করতে হবে না ।
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:০৮
242390
পুস্পগন্ধা লিখেছেন :
হা হা হা দারুন তো....... কত মজায় আছেন তাইনা ??????????Tongue
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:১৫
242392
হতভাগা লিখেছেন : মজা ..... ? মজা তো নিবেন আপনারা । কোন দায়দ্বায়িত্ব নেই , আছে শুধু অসীম চাওয়া আর পাওয়া । আর করবেন সুযোগ মত অভিমানের ভান ।

মজাই মজা ।
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২৮
242401
পুস্পগন্ধা লিখেছেন :
ভাই এবার আর হাসতে পাড়লাম না, আপনার কস্টে শুধু সমবেদনা জানালাম, আলাহ তায়ালা আপনার কস্ট দুর করুন.....Good Luck
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২৯
242402
হতভাগা লিখেছেন : আসল কথাটা বলে ফেলছি কি না
299369
০৫ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৬
লজিকাল ভাইছা লিখেছেন : চমৎকার হয়েছে। ছনদটা মনেহয় রবি ঠাকুরেরে ..।
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৫৬
242387
পুস্পগন্ধা লিখেছেন :
অনেক ধন্যবাদ কবিতাটা পড়ার জন্য এবং মন্তব্যের ছোয়ায় আবেশীত করার জন্য..Happy Happy
299418
০৬ জানুয়ারি ২০১৫ রাত ০৪:৪৪
কাহাফ লিখেছেন :
প্রেমের কাব্যিকতা বিষাদময় অনুভূতিই সৃষ্টি করে! যথা সম্ভব দূরেই থাকি এ সব থেকে!
কিন্তু আপনার নান্দনিক ছন্দবাধ্য করল পঠনে!
সুন্দর হয়েছে!অনেক অনেক শুভ কামনা!!
০৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:০২
242389
পুস্পগন্ধা লিখেছেন :
হুমম, প্রেম আর বিষাদ হয়তবা সবসময় ই পাশাপাশি থাকে আর তাইতো প্রেম প্রিয়/প্রেয়সীর মাদকতায়/মুগ্ধতায়, প্রিয়/প্রেয়সীর মনদহনে/মনকস্টে একাকার হয়ে থাকে!!!!!!!
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভ কামনা
Good Luck Good Luck Good Luck
299485
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৩
গাজী লিখেছেন : যদি আর কখনও আমরা দুজন, নাহি গাহি এই গান

জেনে নিও সখা, জানিও তুমি, কাঁদিবে আমার প্রাণ।
---
---

-সত্যিকারের সম্প্রীতি ভোলা বড় দায়। আপনার জন্য শুভ কামনা রইল Talk to the hand Good Luck Talk to the hand
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৫২
242426
পুস্পগন্ধা লিখেছেন : হুমম, সত্যিকারের সম্প্রীতি ভোলা বড় দায়। ধন্যবাদ গাজী ভাই Good Luck Good Luck Good Luck
309011
১৫ মার্চ ২০১৫ রাত ০২:২০
প্রবাসী মজুমদার লিখেছেন : কবিতাতো পড়িনি। আপনার অনুভূতির গভীরে ডুব দিয়ে খুজে বেড়িয়েছি আপনার কল্পনার মহানায়ককে, যাকে পা্ওয়া না পাওয়ার শংকাগুলো ছন্দের মাঝে তুলে ধরেছেন। সত্যিই চমতকার। অল্প কথায় কবিতার শাণিত শব্দে পাঠককে নদের গভীরে নিয়ে যাবার কৃতির্ত এখানেই বলে কবিকে ধন্যবাদ।
১৫ মার্চ ২০১৫ সকাল ১০:০৭
249997
পুস্পগন্ধা লিখেছেন :

মজুমদার ভাই আপনার এত সুন্দর, অনুপ্রেরনা দানকারী মন্তব্যের উত্তর কিভাবে দিব বুঝতেছি না, তাই ধন্যবাদ জানিয়েই দিচ্ছি..... ধন্যবাদ Happy

324541
০৪ জুন ২০১৫ দুপুর ১২:৩৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই, পাষানিরা কিছুই মনে রাখে না....বিয়ের পর সব ভুলে যায়, তখন তাদের চোখে টিনের চশমা থাকে, তাই কিছুই দেখেনা
০৪ জুন ২০১৫ দুপুর ০২:০০
266386
পুস্পগন্ধা লিখেছেন :
তাই নাকি মামুন ভাই ? দোয়া করি আপনার সাথে যেন এমন কিছু না হয়.....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File