ঘরেতে ভ্র্রমর এলো গুন গুনিয়ে.....
লিখেছেন লিখেছেন পুস্পগন্ধা ২৭ নভেম্বর, ২০১৪, ১০:৫২:৪৫ সকাল
আজ বৃ্হস্পতিবার, নাদিয়ার পচিশ বছরের একাকিত্ত দূর করার প্রচেস্টার অংশ হিসাবে আগামিকাল শুক্রবার পাত্র পক্ষ কথা বলতে আসবে।
নাদিয়া বেশ কিছুদিন ধরেই অপেক্ষা করছিল এই দিনের।
মনে মনে প্রস্তুতি ও নিচ্ছিল , কি পরবে, কিভাবে সামনে যাবে, কিভাবে কি বলবে, কি ধরনের প্রশ্নের সম্মুখীন হবে, পাত্র পক্ষ কি শুধু Engagement করেই চলে যাবে নাকি আকদ করতে চাইবে।
নাদিয়া যখন এইসব ভেবে দিন পার করছিল তখন ই গতকাল রাতে খাবার টেবিলে বসে নাদিয়ার ভাই তাকে জানাল এই সপ্তাহে পাত্র পক্ষ আসবে না কারণ আগামী সপ্তাহে পাত্রের পরীক্ষা।
তারা তার পরের সপ্তাহে আসতে চাচ্ছে, নাদিয়া শুনে চুপ করে রইল, কিছুই বল্লনা।
নাদিয়ার খুব বিরক্ত লাগছে, ভাবছে মানুষের কত ডিগ্রী লাগে? নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পরাশুনা করার পর এখন আর ও.................
যে লোকটাকে ভালমত চিনে না জানে না তার উপর কেমন যেন একটা অজানা অভিমান।
নাদিয়া ভাবছে কেন তার এই অভিমান? এই কি সম্পর্কের সূচনা? এই কি একজনের প্রতি আরেকজনের ভাল লাগা তৈ্রী হওয়া, যেন একজন আরেকজন কে …...............
আজ সকাল থেকে নাদিয়া শান্ত, দেখা যাক কি হয়?...............
দেখা যাক তার কপালে কি আছে?
Two weeks to go................
বিষয়: বিবিধ
১৩৬৩ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"যে লোকটাকে ভালমত চিনে না,জানে না তার উপর কেমন যেন অজানা অভিমান!"
সুন্দর অনুগল্পের জন্যে অনেক অনেক ভাল লাগা ও ধন্যবাদ জানিয়ে গেলাম!
(আপু, প্লিজ আমার কথায় রাগ কোরবেন না, আমার উদ্দেশ্য সৎ)
দোয়া কোরবেন যেন জীবনে ভালো ভাবে চোলতে পারি।
(আপু, প্লিজ আমার কথায় রাগ কোরবেন না, আমার উদ্দেশ্য সৎ) Day Dreaming
যাই হোক ভাইয়া, সিরিয়াল কিন্তু আমার টি ই আগে, আপনি পিছনে থাকেন।
সাথি হয়ে আছে পাশে পেয়ারী এই চাদনী......
সবার ই ব্যাচেলরিত্ত ঘুচে যাবে ইনশাআল্....
মন্তব্য করতে লগইন করুন