আমার কিউট জাতি এখনো মাওলানা নিজামীর পক্ষে-বিপক্ষে বিভিন্ন পোস্টে মন্তব্য করে যাচ্ছে, 'মুক্তি চাই...!'
লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ০৭ জানুয়ারি, ২০১৬, ১২:৩৪:১২ দুপুর
জামায়েতপন্থীরা যখন রাজপথ থেকে একের পর এক সরকারী আক্রমণে লেজ গোটাতে বাধ্য হয়েছে, তখন থেকেই তারা সক্রিয় হয়েছে অনলাইন মাধ্যমগুলোয়। ব্লগ ও ফেসবুকের একটা বিরাট অংশ তাদের দখলে... একটা বিরাট জনগোষ্ঠী এখনও তাদের সমর্থন দেয়। তারা প্রকাশ্যে কিছু করতে পারে না ঠিকই, কিন্তু তারা সামাজিক যোগাযোগ সাইটগুলো কাঁপিয়ে যাচ্ছে...!
.
.
কিন্তু তাতে এ ন্টি-জামায়েতদের মাথা ব্যাথা হবার কোনো কারণ নেই। কারণ, অনলাইন জামাতীদের সংখ্যা যতই হোক না কেন, বেশির ভাগই সোজা বাংলায় 'বলদের বলদ'! তারা এখনো মাওলানা নিজামীর পক্ষে-বিপক্ষে বিভিন্ন পোস্টে মন্তব্য করে যাচ্ছে -
.
.
'মুক্তি চাই...!'
.
'এই বিচারই শেষ বিচার না, হাশরের মাঠে আবার বিচার হবে ইনশা আল্লাহ...!'
.
'মাওলানা নিজামীর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে...!' ইত্যাদী ইত্যাদী...
.
.
.
মুরুব্বীশূণ্য জামাতের বুদ্ধিবৃত্তিক সোর্সে বোধ হয় ভাঁটা পড়েছে, বিগত কয়েক দশকের জামাতের সাথে আজকের জামাতের মিল খুঁজে পাই নে। তারা আবার স্বরূপে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে বলে মনে হয় না। বুবু তার রাগ সমস্ত ঝেড়েই ক্ষ্যান্ত হবেন না, সুদও তুলবেন...!
.
.
জামায়েত নেতাদের জন্য আফসোস, এতো বড় বাহিনী থাকতেও তারা তাদের নেতাদের বাঁচাতে পারলো না...!
বিষয়: বিবিধ
১৪১০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তা হোলে আপোনার এত দরদ কেন জামাতের জন্য/ জামাত কি জংগি হোয়ে মারামারি কোরবে।
ময়দানে লড়াই করতে লোক যেমন দরকার প্রসাসনিক কিছুটা নমনীয়তাও দরকার
পুর্বে কোন ভিআইপি নেতাদেরকে রিমান্ড নামক শাস্তির ব্যাবস্থা ছিল না ,কেন্দ্রিয় নেতাদেরকে বন্দি করলেও প্রথম শ্রেনীর নাগরিকের মর্যাদা দিত । আর আজ বিরোধী দলের নেতা হলেই তাকে কোন প্রকারে গ্রেফতার করতে পারলেই রিমান্ড দিতেই হবে কোন কথা নাই , আরো এক কদম অগ্রসর হয়ে বললে বলতে হয় তাকে গ্রেফতার করার পরেই হত্যার নিল নকশা তৈরী করে অস্র উদ্ধারের নামে নাটক করতে হবে সেখানে হয়তো বুকে গুলি নতুবা পায়ে গুলি করতে হবে
সেখানে আপনি জামায়াতকে বললেছেন আগের জামায়াত নাই !
এরা আপনার ভাবনায় যেমনই হোক বলদ না
নিজেরা বলদ হলে অন্যকে তো তেমনই ভাববে
মন্তব্য করতে লগইন করুন