¤ক্যালিগ্রাফি... আমার করা কিন্তু...! ¤
লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ০৯ অক্টোবর, ২০১৫, ১১:৩০:০৫ রাত
বহুদিন এই মুখো হই না... আপনারা খালি কাইজ্জা করেন, তাই রাগ করছিলাম...!
যাউজ্ঞা, ছোট্ট একটা কাজ করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করা...
.
.
ক্যালিগ্রাফি - আয়াতুল কুরসী - সুরা বাকারা (আয়াত ২৫৫)
.
.
দয়া করে কপিরাইট মানিয়া চলিবেন!!
.
এইটা করতে আমার প্রায় ৪০ ঘন্টা টানা কাজ করতে হইছে... বহুত মেহনতের ফসল তো, তাই দরোদ এট্টু বেশি...
বিষয়: বিবিধ
১৫৩২ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কাজ ভাল হয়েছে পছন্দ ও হয়েছে তবে চিন্তা করিয়েন না কপিরাইট- টফিরাইট করিব না ।
.
.
এই ব্লগের নারী সমাজ আবশ্য বালু... :p
আরো থাকলে পাবলিশ করেন।
আপনি symmetry টে ফোকাস করেন।
আর পিছনের লতা পাতাকে টেক্সট এ মিক্স করে সিমেট্রিকেল করার ট্রাই করেন।
লিখাটা নিচ থেকে উপরে উঠলো কেনো? এটাই কি নিয়ম নাকি? আমার এ ব্যাপারে বুঝ একেবারেই নাই! আর কেনো জানি মনে হলো এই ব্যাপারে মাসায়ালাটাও জেনে নেয়া দরকার একটু!
আমি কিন্তু পুরোটাই পড়েছি
.
.
এই ব্যাপারে মাসয়ালা! ক্যালিগ্রাফির সাথে শরীয়াতের দূরতম কোনো সম্পর্ক আছে বলে তো মনে হয় না...
সওয়াবের কাজ করছেন!
ধন্যবাদ ও জাযাকাল্লাহ!!
মন্তব্য করতে লগইন করুন