২+২=৫!! (পুরোনো চাল ভাতে বাড়েঃ শ্রদ্ধেয়া ব্লগার 'সাদিয়া মুকিম'-এর কুইজের উত্তর) [ফান পোস্ট]
লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ১৬ মে, ২০১৫, ০৪:২৮:২৮ বিকাল
অনেকদিন অনুপস্থিত থাকার খেসারত দিচ্ছি এখন, কত কিছু যে মিস করেছি এতোদিন আল্লাহ মা'লুম! আপাতত ব্যাস্ততা শেষ, ইনশা-আল্লাহ এখন ব্লগে অ্যাক্টিভ থাকবো...
শ্রদ্ধেয়া ব্লগার সাদিয়া মুকিম-এর কুইজ দেখে তো মাথাই নষ্ট, অংশ নেয় নাই এমন অ্যাক্টিভ ব্লগার নাই বোধ হয়... কী কঠিন প্রশ্ন রে বাব্বা! মাত্র একটা পারলাম...!!
তবে উনি প্রশ্ন করে নিজেই উত্তর ভুল দিয়েছেন... সেই ভুলটা ভাঙাতে এই পোস্ট। দেখেন তো কিছু বোঝা যায় কিনা...
এখন বুঝেছেন তো, দুইয়ে দুইয়ে পাঁচও সম্ভব...
{বি.দ্রঃ এর মধ্যে ছোট্ট একটা ভুল আছে, লজিকাল ভুল নয়, অন্য কিছু! কেউ ধরিয়ে দিন... জাতিকে অজ্ঞতার মধ্যে রাখবেন না প্লিজ...}
বিষয়: বিবিধ
১৬৬৭ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা একেবারেই বাস্তব, কোন প্যাচ নাই
আপনি দেখি ম্যাথমেটিক্স কে বাংলাদেশের সংবিধানের অবস্থা করে ছেড়ে দিয়েছেন।
ভাই অনেক ক্লেবার এবং চালাকির পরিচয় দিয়েছেন, আমি ম্যাথ এর মত জতিল বিষয় একটু কম বুঝি। আমাকে কি একটু বুঝিয়ে বলবেন ম্যাথের কোন ফর্মুলা আপনি ২য় লাইন থেকে ৩য় লাইন আবিস্কার করলেন ??
a+b)^2)^1/2)+c is it permitted in Math ?? I don't know !!
= ((a+b)^2)^1/2 is it permitted ?? i don't know.
((a+b)^2)^1/2 is permitted, isn't it?? Check it again please...
আমি বলছি ম্যাথ একটু কম বুঝি!! এটা কি a-b+c এই রকম না ?? এর পরের লাইনটা একটু বুঝিয়ে বললেই হবে।
আশাকরি বুঝতে পারছেন!
বুঝেছি... জাঝাকুমুল্লহ।
এতো দিন পর এসে এই পোস্টই নজরে এলো? তাও আবার এত্তো সহজ অংকটা?
আমি পাটি গনিতের ভক্ত! বীজগনিত না
যাক ব্যাপক বিনোদন পেলাম! আপনারা ঘিলু গরম করেন আর চুল পাকান ! বহু কষ্টে স্কুল ,কলেজের সীমানা পার হয়েছি নতুন করে অংক কষতে চাই না
শুভকামনা রইলো অংকবিদদের জন্য!
নতুন করে চুল পাঁকানোর কিছু নেই.. অর্ধেকটা এমনিতেই পাঁকা আর দেশে যে গরম পড়ছে তাতে বর্ষা আসার আগেই বাকিটুকু পেঁকে যাবে...
বি. দ্র. পাঁকাচুল আল্লাহর অসাধারন একটা নেয়ামাত, পাঁকাচুল মাথার তাপমাত্রা ঠিক রাখতে ব্যাপক কার্যকর...
মন্তব্য করতে লগইন করুন