বাংলা সিনেমাঃ যা কভু ভুলবার নয়
লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ২১ ডিসেম্বর, ২০১৪, ০৭:৩২:৩৫ সন্ধ্যা
১. নায়িকা ধনী বাবার একমাত্র সন্তান হলে তাদের বংশ হবে অবশ্যই চৌধুরী। তা না হলে সে হবে গ্রামের মেয়ে, (চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে এবং গ্রাম্য মেয়ে এই দুই টাইপ এর বাইরে কখনো বাংলা সিনেমার নায়িকারা হতে পারবে না). কলসি কাখে নিয়ে হেঁটে যাবার দৃশ্যের মাধ্যমে সিনেমায় নায়িকের রোল শুরু হবে। নায়িকা সুযোগ পেলে তার সইদের সাথে এক চক্কর নেঁচেও ফেলতে পারে। সবার কাখেই কলসি থাকবে, কিন্তু একেবারেই ফাঁকা।
(গ্রাম্য মেয়ের ভূমিকায় নায়িকা থাকলে নায়কের কোটিপতি হওয়া বাঞ্চনীয়।)
২. খলনায়ক আই মিন ভিলেন যতগুলো গুলিই করুক না কেনো নায়কের গায়ে একটা গুলিও লাগবে না, আর নায়ক যদি একটাও গুলি করে তবে তাতেই ভিলেন সহ তার সব চ্যালা-ব্যালা ফিনিশ।
৩. নায়কের গায়ে যদি গুলি লেগেও যায়, ব্যান্ডেজ কিন্তু মাথাতেই বাঁধা থাকবে।
৪. নায়িকাকে উদ্ধার করতে যাওয়ার সময় নায়কের জন্য কোথাও না কোথাও একটা সাইকেল বা মটোর সাইকেল দাড়ানো থাকবেই থাকবে।
৫. কেউ গগণ বিদারী চিৎকার দিলে গাছপালাগুলো ঘোরাঘুরি শুরু করবে।
৬. নায়কেরও চ্যালা থাকবে একজন, অত্যন্ত বিশ্বস্ত। তার কাজ হবে অল টাইম জোক্স সরবরাহ করা।
৭. শেষ দৃশ্যের কিছু আগে নায়িকা আর নায়কের মাকে বেঁধে রাখা হবে কোনো এক গোডাউনে, যেখানে খলনায়ক ভয়ঙ্কর হাসি দিয়ে বলবে, 'আজ তোর কি হবে রে ছকিনা?' সাথে সাথে ছকিনা চিৎকার করে উঠবে, 'নাআআআআ।'
তখনই নায়কের চিৎকার শোনা যাবে, 'ইয়াহুউউউ।' নায়ক তার সেই মটোর সাইকেল নিয়ে কোনো কাঁচের অথবা ইটের দেয়ার ভাঙ্গে চুরে তছনছ করে ঢুকে পরবে।
৮. শেষ দৃশ্য হবে অবশ্যই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে। 'অতঃপর সবাই সুখে শান্তিতে বসবাস করিতে লাগিলো' টাইপ দৃশ্য।
বিষয়: বিবিধ
১৪৩১ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু আপনার পোষ্ট পড়ে অনেক মজা পেয়েছি।
এটা আমারো মন্তব্য
ব্যাপক বিনুদোন। সময় করে দেখে নিয়েন।
মন্তব্য করতে লগইন করুন