হৃদয়ের আসে পাশে কেউ নেই!
লিখেছেন লিখেছেন অবাক মুসাফীর ২৭ নভেম্বর, ২০১৪, ০৭:৪০:৪৪ সন্ধ্যা
হৃদয়ের প্রতিটি পেশী আছড়ে খাবলে ছিন্ন বিচ্ছিন্ন করে বুনো শকুনের দল
কেউ কি দেখার নেই? কেউ কি নেই একটু বুঝবে?
চোখের সামনে ধীরে ধীরে নিঃশেষ হওয়া কাউকে দেখেই বোঝা যায়,
সে ভালো নেই।
প্রতিদিন একই মিথ্যা বলতে বলতে সে বড় ক্লান্ত!
রক্তলাল চোখ দুটো বলে দেয়
কতশত নিঝুম রাত নির্ঘুম কেটে যাচ্ছে
কেউ কি হিসাব রাখে?
হিসাব হয় কতটা প্রাণ লাশ হল ইবোলা, নিউমোনিয়ায়
হিসাব হয় গর্ভপাতের হ্রাস-বৃদ্ধির
কেউ কি হিসাব রাখে কত আত্মার অপমৃত্যু ঘটছে প্রতিনিয়ত!
কেউ কি জানে হাসিমুখগুলো হারিয়ে যাচ্ছে কোথায়?
যখন সভ্য জগতের নামের লিস্টি থেকে একটা-আধঁটা নাম হারিয়ে যেতে থাকে
পিছু ফিরে তাকাবার কেউ নাই, বলে, ওতো গোল্লায় গেছে! তোমরা আগে বাড়ো।
বাহ্ এই না হলে মানুষ!
প্রত্যেকে মোরা পরের তরে-তবে কি শুধুই বইয়ের পাতায়?
কেউ কি শক্ত করে হাতটা ধরে বলেছিলো তুমি পারবেই?
একটিবার?
কেউ কি পেছন থেকে জাপটে ধরে বলেছিলো, শালা, সামনে চল। এটাই তো আমাদের পথ।
মৃদুকন্ঠী যখন বলেছিলো, আমিতো বড্ড একা!
তখন কি কেউ ঠাঁটিয়ে দুটো থাবা দিয়ে বলেছিলো, হারামজাদা, আমরা থাকতে তোর ভয় হয়?
কেউ তো বলেনি। অবশ্য ওদেরতো থাবা দেয়ারও অধিকার নেই।
জাপটে ধরে চ্যাংদোলা করে উপরে ছুড়ে মারতে,
প্রেয়সীর মত হাতটা ধরে দুটো মিষ্টি কথা বলতে
অধিকার লাগে; সবাই অধিকার খুঁইয়েছে।
সব জানালা বন্ধ হয়ে গেছে।
আলো আসার কোনো রাস্তা নেই।
হয়তো উজাড় করতে পারতো নিজেকে, ভরসা পায়নি।
মনের মত একটা মন খুঁজেছিলো, হয়তো অকালে হারিয়েছে, নয়তো আকালের অপেক্ষায়।
চোখের নিচে কালো দাগ আরো বাড়তে থাকলে
কেউ কেউ হয়তো বলবে, কী হয়েছে আমায় বলো, কেউ জানবে না।
হয়তো একটু সাহস দিয়ে এগিয়ে নিতে চাইবে; এরকম পাবে অনেককেই।
শক্ত করে বাহুডোরে জড়িয়ে বলবে, এগোও, আমি সাথেই আছি।
তুমি যেখানেই যাও, তোমার নিঃশ্বাসে আমি মিশে আছি,
নিঃস্তব্ধতের মুহুর্তগুলো ফুরোলো প্রায়।
সাথে উপহার এক চিমটি আশ্বাস চোখের ইশারায়।
এমন আছে ক'জনা?
অকারণে মনখারাপের দিনগুলো মাড়ানো খুব কঠিন।
আমি তা বুঝি,
একাকী কাউকে দেখলেই সবার মত আমারও করুণা জন্মে,
ক্ষণিকের প্রশান্ত বুকে আবারও ভয় জন্মায়।
বিষয়: সাহিত্য
১০৮২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন