ধর্ম নিরপেক্ষ হলে যা হয়

লিখেছেন লিখেছেন ইসলামিক দাওয়া ফাউন্ডেশন ২৯ ডিসেম্বর, ২০১৪, ০৩:৪৮:১৮ দুপুর

ধর্ম নিরপেক্ষ মানে কুফরী মতবাদ। দুনিয়ার সমস্ত আলেম মুহাদ্দিস মুফাসসিরএকমত যে ধর্মনিরপেক্ষ মতবাদ একটি কুফরী মতবাদ। ধর্ম নিরপেক্ষ মতবাদের বিপক্ষে শুধু ইসলামই নয়; দুনিয়ার সমস্ত ধর্মই বিরোধীতা করেছে। কারণ ধর্ম হলো প্রয়োজনীয় বিষয় এতে নিরপেক্ষতা থাকার কোন সুযোগ নেই। যেমন ধরুন বিয়ে একটি প্রয়োজনীয় এ বিষয়ে সবাই পক্ষে থাকেন কেউ নিরপেক্ষ হন না। শুধু ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়া কেবল বুকামী আর মুর্খতা ছাড়া কিছুই না। এই মতবাদের ভক্ত হলে যা হয় দেখুন-

আমার দেশের এক মেয়েলোক আমি তার নাম নেবোনা ঐ মহিলা কাবাশরীফে গিয়ে সিজদা দিলো,মদিনা শরীফে গিয়ে সিজদা দিলো। আবার ভারতে গিয়ে গুজরাল যখন কপালে তিলক চন্দন দিলো তখন সাহস করে বলতে পারলোনা যে বেয়াদব কাফির,মুশরিক আমি একজন মুসলমানের মেয়ে আমার কপালে তু্ই হাত দিতে পারিসনা। কারণ সাহস নাই এই মেয়েলোক কপালে পরপুরুষের হাত দেয়া তো দুরের কথা হাতে চুম্বন দিলেও তা গ্রহন করে ছিঃছিঃ

বিষয়: বিবিধ

১৩০৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297902
২৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২২
মাজহার১৩ লিখেছেন : এই বিষয়ে আমি দুই পর্বের একটি লেখা দিয়েছি, তৃতীয় পর্ব অপেক্ষমান।
Click this link
298085
৩০ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৭
মুর্শিদউল আলম লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File