প্রধানমন্ত্রীর বক্তব্যের জন্য

লিখেছেন লিখেছেন ইসলামিক দাওয়া ফাউন্ডেশন ২৪ ডিসেম্বর, ২০১৪, ১০:১৫:৫৩ রাত



মাইকে আযান বন্ধের ঘোষনা" প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীতাকুন্ডের ভাটিয়ারীতে অবস্থান করছেন। বাংলাদেশ

মিলিটারী একাডেমী, ভাটিয়ারীতে শীতকালীন রাস্ট্রপতি কুচকাওয়াজে বক্তব্য রাখছেন এজন্য ভাটিয়রী মকবুল

আলী জামে মসজিদ, হযরত হোসেন শাহ (রHappy মসজিদ, হাসেমী সারাং মসজিদ, শামিনি পাড়া মসজিদ সহ আশপাশের

সকল মসজিদে জোহরের আযান প্রকাশ্যে আযান বন্ধের ঘোষনা দিয়েছে। নাউজুবিল্লাহ... .....এটি কোন রাজনৈতিক পোস্ট নয়, একজন মুসলমান হিসেবে প্রতিবাদ করছি এবং এর তিব্র নিন্ধা জানাচ্ছি। আপনি যদি মুসলমান হোন তাহলে

বিশ্বব্যাপি নিন্দার ঝড় তুলুন।

বিষয়: বিবিধ

১৩২০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

296991
২৪ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২৫
কুয়েত থেকে লিখেছেন : শেখ হাসিনা তাহাজ্জুদ নফল কাযা করেননা.! জোহরের ফরজ নামাজের আজান প্রকাশ্য নিষেধ করলেও তা শেখ হাসিনার জন্য বৈধ, কারন এখনো সারা বাংলাদেশে আজান হচ্ছে। এর জন্য জাতিকে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার।আপনাকে ধন্যবাদ
297023
২৫ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:২৭
শেখের পোলা লিখেছেন : আমরা অনেক রক্তের বিনিময়ে মুসলীম থেকে বাঙ্গালী হতে পেরেছি, এইত অনেক৷ আর কি চাই৷ বাঙ্গালীরা মন্দীরে ঘন্টা বাজায়,মাইকে আজান দেয়না৷ সামনে হয়তো নামাজেও বাধা আসতে পারে৷ যারা যুদ্ধ জিতে বিজিত ভূখণ্ড বাংলার মানুষকে দান করেছে, সেই প্রভুদের ইচ্ছার দাম দিতে হবে তো৷
297029
২৫ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৫৫
ইসলামী দুনিয়া লিখেছেন : খালি হাতে প্রতিবাদ করলে কোন লাভ? কখনো কি হযেছে?
297044
২৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৬
হতভাগা লিখেছেন : এসব করে চামচারা । শেখ হাসিনা কখনও এরকমটা বলার কথা না ।
297046
২৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩২
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : আমারও তাই মনে হয়। লতিফ সিদ্দিকী টাইপের চামচাদের কাজ হতে পারে এটা!
কথায় আছেনা! মার চেয়ে মাসীর দরদ বেশী!
তবে নানী এগুলারে কাছে ভিড়তে দেয় কেন এটাও একটা প্রশ্ন কিন্তু!!
সবশেষে একটা কথা, যে যাই করুক তার পরিনতি ভোগ করেই মরতে হয়.....! I Don't Want To See
297096
২৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সবে এক ওয়াক্ত আযান বন্ধ হয়েছে। এরপর নামাজ নিষিদ্ধ হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File