সরকারের সময় শেষ

লিখেছেন লিখেছেন ইসলামিক দাওয়া ফাউন্ডেশন ০৭ ডিসেম্বর, ২০১৪, ০৮:২৯:১২ রাত

সরকারের সময় শেষ। এ সরকার আর বেশি দিন থাকছে না। হতে পারে আর মাত্র দু'মাস। মধ্যবর্তী নির্বাচন হচ্ছে দেশে। এমনটিই শোনা যাচ্ছে সর্ব মহল থেকে। কিছু আলামত ও ফুটে উঠেছে। কথা গুলোর প্রমাণ স্বরুপ চায়ের দোকানে মজা করে বলছিলেন এক মধ্যবয়সী চাচা। তার কথা গুলো তুলে ধরা হলো।

একজন বৃদ্ধ গেছে ডাক্তারের কাছে। বলছে ডাক্তার সাহেব আমি আগের মত চোখে দেখিনা। ডাক্তার বলছে বুড়ো হলে এমন হয়। বৃদ্ধ বলছে ডাক্তার সাহেব আমি আগের মত চলতে পারিনা। ডাক্তার বলছে বুড়ো হলে এমনি হয়। বৃদ্ধ বলছে আমি তো খেয়েও হজম করতে পারি না। ডাক্তার বলছে বুড়ো হলে এমনি হয়। বৃদ্ধর মেজাজ গরম বেয়াদব সবই বুড়ো হলে হয় বলেই ডাক্তারের গাল জেতে মারলো এক চড়। ডাক্তার হেসে দিয়ে বলছে চাচা আমি এতেও রাগ করবো না কারণ বুড়ো হলে মেজাজ এমনি হয়।

সুতরাং সরকারের সময় ফুরিয়ে এসে বুড়ো হতে চলেছে বলেই মেজাজ এত খারাপ। তাই কুটণৈতিকদের সম্পর্কে, প্রভাবশালী দেশের বিরুদ্ধে রেগে মেগে আবোল তাবোল বলছে------

(চায়ের দোকানে বসে শোনা গল্প তুলে ধরলাম)

বিষয়: বিবিধ

১১০২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292165
০৭ ডিসেম্বর ২০১৪ রাত ১০:০৯
হতভাগা লিখেছেন : এত উতলা হয়ে লাভ নেই ।এই সরকার গেলে আবার এই সরকারই আসবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File