ওয়েব সাইটের পোষ্ট গুলো আটোমেটিক পোষ্ট করুন আপনার ফেসবুক প্রোফাইল, পেজ অ্যান্ড গ্রুপে!

লিখেছেন লিখেছেন জীবন্ত মরা লাশ এর ব্লগ ২২ নভেম্বর, ২০১৪, ০৮:৩৬:০২ রাত

আসসালামুআলাইকুম।

আজ আপনাদের দেখানো হবে, সোশ্যাল মিডিয়া গুলোতে কিভাবে আপনার সাইটের পোষ্ট গুলো শিয়ার করবেন! একটা একটা করে শিয়ার করা এটা খুব বিরক্তিকর ব্যাপার। আপনারা হয়ত দেখে থাকবেন, ভিবিন নিউজ পেপার… হ্যাঁ প্রথম আলোর মত পত্রিকার গুলোর কথা বলছিলাম। নয়া দিগন্ত, আমার দেশ পত্রিকা গুলো ও এই সিস্টেমে পোষ্ট করে থাকেন। বাংলাদেশের জনপ্রিয় ব্লগ সাইট গুলো এভাবে পোষ্ট করে থাকেন! আর বেশি কিছু বলে আপনাদের সময় নষ্ট করব না!

আজ একটা অ্যাপ্লিকেশান এর কথা বলতে যাচ্ছি…যার মাধ্যমে আপনি অটোমেটিক আপডেট করতে পারবেন, আপনার ফেসবুক পোষ্ট। আর.এস.এস সম্পর্কে হয়ত অনেকে জানেন আবার অনেকে জানেন না। আবার অনেকে তার কাজ সম্পর্কেও জানেনা! হ্যাঁ, হয়তো আমার ধারনা এই ভুল! মানুষতো নাকি?

আর.এস.এস গ্রাফিটীর কথা বলছিলাম। অ্যাপ্লিকেশানটার নাম আর.এস.এস গ্রাফিটী । প্রথমে এই লিঙ্কে যান। তারপর, নিচের ছবি দেখুন।



১। অ্যাড নিউ পাবলিশিং প্লানঃ এখানে ক্লিক করে ১টা প্লান করে নিন যেকোন একটা নাম দিয়ে।

২। অ্যাড নেউঃ আপনি আপনার সাইটের আর.এস.এস নিন। এখানে আপনার সাইটের আর.এস.এস প্রয়োজন হবে। নিচের ছবি অনুসরণ করুন।



আর.এস.এস লিঙ্ক দিয়ে অ্যাড সোর্স এ ক্লিক করবেন। অ্যান্ড নিচের ছবিটা অনুসরণ করুন প্লিজ।



বেসিক সিস্টামঃ

মেক্সিমাম পোষ্ট পার আপডেটঃ এ আপনার ইচ্ছা মত পোষ্ট নির্বাচন করতে পারেন। যত কম তত ভাল। ইউজাররা বিরক্ত হবে না।

এক সাথে অনেক পোষ্ট আপডেট হলে এটা খুব বিরক্ত মনে হয় আমার।

পোষ্ট অর্ডার পার আপডেটঃ পাবলিশ ওল্ডার পোষ্ট ফার্স্ট দিয়ে দিন।

অ্যাডভান্স সিস্টামঃ

নো মেসেজ সিলেক্ট করুন। অ্যান্ড অন্য সব অপশান ঠিক রেকে সেভ করেন। নিচের ছবি অনুসরণ করুন ।



প্রথম ছবিটা আবার দেখেন প্লিজ। ৩নাম্বার পয়েন্ট টা নিয়ে এখন আলোচনে করব।

৩। টার্গেটঃ নিউ টার্গেটে ক্লিক করুন প্লিজ। তারপর ফেসবুক নির্বাচন করুন। নিচের ছবি দেখুন।





6১। সোশ টার্গেটেঃ আপনার আইডি, পেজ কিংবা গ্রুপ নির্বাচন করুন। এটাতে আপনার সাইটের পোষ্ট গুলা পাবলিশ হবে!

২। পাবলিশঃ যার নামে পাবলিশ হবে , তার নাম নির্বাচন করুন।

৩ অ্যান্ড ৪ নাম্বার পয়েন্ট টা ছবির মত নির্বাচন করুন প্লিজ। অ্যান্ড সবশেষে সেভ করুন।



অফ এ ক্লিক করে, অন করুন। কাজ শেষ। এখন অপেক্ষা করুন। যদি আমার দেওয়া ইন্সট্রাকশন মত কাজ করে থাকেন। তাহলে আপনি পেরেছেন!

First Update:

আমাদের

এক্টিব থাকুন আমাদের সাথে। তরঙ্গর সাথে! ধন্যবাদ!



বিষয়: বিবিধ

৮৯৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287052
২৩ নভেম্বর ২০১৪ সকাল ০৭:২২
সঠিক ইসলাম লিখেছেন : মনে করুন আমি একটি কথা ফেইসবুকের বিভিন্ন গ্রুপে লিখতে চাচ্ছি, এই সিস্টেমে একবারেই তা করা কি সম্ভব ? মানে একবার পোষ্ট করব তা সকল গ্রুপে একত্রে চলে যাবে এমন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File