বছরের শ্রেষ্ঠ দিনগূলো ও করনীয় আমল সমুহঃ

লিখেছেন লিখেছেন nirvik sottobadi ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩৯:৪৫ সকাল

জিলহজ্জ মাস বছরের একটি গুরুত্বপুর্ন মাস।

এই মাসে কোরবানির দিনটি হলো শ্রেষ্ঠ দিন বা ইয়াওম আল হাজ্জ আল আকবর।

এটা ঈদুল ফিতরের চেয়েও বড় বা শ্রেষ্ঠ দিন।

রাসুল (সাঃ) বলেছেন, “আল্লাহর নিকট দিবস সমুহের মাঝে শ্রেষ্ঠ দিবস হল কোরবানির দিন, তারপর পরবর্তি তিন দিন”।

( আবু দাউদ, নাসাঈ)

কেননা এই দিনে একইসাথে কয়েকটি বড় ইবাদত যেমন, নামায, হজ্জ, কোরবানী, সাদাকা ইত্যাদির সমাবেশ ঘটে।

আর প্রথম দশ দিন কে বলা হয় বছরের শ্রেষ্ঠ দশ দিন।

জাবির (রাঃ) থেকে বর্নিত, “ প্‌থিবীর শ্রেষ্ঠ দিনগুলো হলো জিলহাজ্জের প্রথম দশদিন,জিজ্ঞেস করা হলো, জিহাদে কি এর চেয়ে উত্তম দিন নেই? বলা হলো জিহাদেও নেই, তবে সেই জিহাদে যেই জিহাদ চেহারাকে মাটিতে মিশিয়ে দিয়েছে”।

কেননা এই দিন গুলো তে রয়েছেঃ

- আরাফার দিনঃ যেদিন রোযা রাখলে পুর্ববর্তী এবং পরবর্তী একবছরের গুনাহ মাফ হয়ে যায়।

- কোরবানির দিনঃ যেদিন আল্লাহর সন্তোষটি লাভের উদ্দেশ্যে পুশু যবেহ করা হয়।

- মৌলিক ইবাদত সমুহ পালনের দিনঃ নামায, রোযা, সাদাকাহ, হজ্জ ইত্যাদি।

আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) বর্নিত, “ এই দশ দিনে নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ও মহান কোন আমল নেই,তাই তোমরা এসময়ে তাহলিল (লাইলাহা), তাকবির (আল্লাহু আকবর) এবং তাহমিদ (আলহামদুলিল্লাহ) বেশি বেশি করে পড়”।

তাই এই দশ দিন কিভাবে কাজে লাগাবঃ

১। নেক আমলের জন্য দ্ঢ় সংকল্প গ্রহন।

২। হজ ও উমরা সম্পাদন করা

৩। রোযা পালন করা

৪। বেশি বেশি নফল নামায পড়া

৫। দান সদকা করা

৬। তাকবির, তাহমিদ ও তাহলিল পড়া।

৭। পশু কোরবানি করা

৮। গুনাহ থেকে দূরে অবস্থান করা

৯। অন্তর থেকে তাওবা করা।

১০। আল্লাহ কে বেশি করে স্মরণ করা।

আল্লাহ আমাদের সবাই কে জিলহাজ্জ মাসের এই শ্রেষ্ঠ দিগুলোর মর্যাদা বোঝার এবং সে আলোকে আমল করার তাওফিক দান করুন।

বিষয়: বিবিধ

১২১৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341797
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:১১
নৌশাদ আল নোমানী লিখেছেন : আমীন ।
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
283223
nirvik sottobadi লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য
341801
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৩৭
নাবিক লিখেছেন : অনেক ধন্যবাদ
341813
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৭
nirvik sottobadi লিখেছেন : ধন্যবাদ
341816
১৫ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
283224
nirvik sottobadi লিখেছেন : জাজাকাল্লাহ
341860
১৫ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:১৯
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
341897
১৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
nirvik sottobadi লিখেছেন : অনেক ধন্যবাদ পড়ার জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File