পা ঠক্ ঠক্ পালান পাঠক
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ১১ নভেম্বর, ২০১৫, ১০:৪৩:২৪ সকাল
মদ্য খেয়ে মধ্যরাতে
পদ্য লেখেন গদ্যভাষায়,
কেতাব ছেপে কবির খেতাব
পেয়েই লাফান বদ্ধ আশায়।
ছন্দফুলের গন্ধটা তার
মন্দ লাগে- স'ন্দ বাড়ায়,
ছন্নছাড়া তাইতো বেড়ান
হন্যে হয়েই অন্ধপাড়ায়।
লব্ধ জ্ঞানের শব্দবাণেই
জব্দ করেন শুন্য খাতা,
ব্যাঁ-করণেই ব্যাকরণের
কাটেন তিনি মুন্ড-মাথা।
যা যা লেখেন. মাজা-ঘষাই
কাব্য সু-ধার তীব্রতায়,
প্রতিবার তার প্রতিভার ধার
দেখান লিখে ক্ষীপ্রতায়।
না-'টক' করে পাঠক ধরে
আটক করেন চটক দিয়ে,
পা ঠক্ঠক্ পালান পাঠক
কাব্যবাড়ির ফটক দিয়ে।
লেখেন কী যে তিনিই নিজে
বোঝেন কী বা বোঝেননি যে,
তাইতো নিজের লেখার মানে
অভিধানেই খোঁজেন নিজে।
বিষয়: সাহিত্য
১১৯০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখেন কী যে তিনিই নিজে
বোঝেন কী বা বোঝেননি যে,
তাইতো নিজের লেখার মানে
অভিধানেই খোঁজেন নিজে।
ধন্যবাদ, আরো চাই!
মন্তব্য করতে লগইন করুন