ভাষাদিবসের অণুভাবনা

লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ২১ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৪৮:০৬ সকাল

এক

-----

প্রেম আজ- বন্দি ফ্রেমে

নদীবুক - ভর্তি পানায়

মা, তোমার - অ আ ক খ- র

ঘরে দেয়- বর্গী হানা

দুই

----

আমার অ আ

ক খ-র ঘরে-

তোমার গেরোস্থালি

ভালবাসার

ফাঁক-ফোকড়ে

জমছে ধুলো-বালি

তিন

-----

ভালবাসা ভাসা ভাসা হলে

ভিনদেশি শিকারী ঈগল

দীঘল ডানায় ভাসে

জাতিয় আকাশে

আর ফ্যাকাশে ইঁদুরছানা

মরে ভয়ে ভয়ে---

বর্ণমালার ঘরে-

অজগর তেড়ে আসে অ-এ

বিষয়: সাহিত্য

১০৯৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305461
২১ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
306983
০৩ মার্চ ২০১৫ সকাল ০৮:০০
শঙ্কর দেবনাথ লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File