কথা কইতে গেলে দোষ

লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ০৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:২৮:৫৮ সকাল

কথা

কইতে গেলে দোষ

সাপের

বিষাক্ত ফোঁস ফোঁস

আমার

একলা ঘরের ফাঁক-ফোকড়ে

পাল্টে রাখে খো'স।

তাই

মুখ বুঁজে সই সব

পোড়ে

দুরন্ত শৈশব

আমার

মায়ের শাড়ির নকসিকাঁথা

কবিতার বই সব।

ভয়ে

ঘরের কাঠেই আগুন জ্বেলে

আপোসে হই শব।

বিষয়: সাহিত্য

৮৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File