দুই পঙক্তির কবিতা

লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:০৯:১১ বিকাল

এক/

নদী ছোটে "যদি'" সুখে গড়ে রেখে চর-

ঘর থাকে ঘরে একা - মন যাযাবর।

দুই/

পাখিটির বুকে আছে যতটুকু নীড়-

তারও চেয়ে বেশি নাচে পরিযায়ী ভিড়।

তিন/

রাতের ঘুমের ঘরে গাঢ় হয় রাত-

ঘুমটুকু খেতে চায় মাংসাশী দাঁত।

বিষয়: সাহিত্য

৮৭২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302986
০৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৫
মামুন লিখেছেন : ভালো লাগল দাদা।
আজকাল এই ব্লগে পাঠকের সংখ্যা বোধহয় কমে গেছে। সবাই ব্লগার। আর যারা পাঠক রয়েছেন, বেশীরভাগই সবাই সাহিত্যরসের পরিবর্তে রাজনৈতিক পচা স্বাদ আস্বাদনে ব্যতিব্যস্ত।
আপনার লিখার আমি একজন নীরব পাঠক। কয়েকটি ব্লগে নিয়মিত আপনার লিখা পড়ি আমি।

শুভকামনা রইলো। Thumbs Up Thumbs Up Thumbs Up
303255
০৬ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩৭
শঙ্কর দেবনাথ লিখেছেন : ঠিক বলেছেন মামুন ভাই। আর প্রকৃত পাঠক নীবরই থাকেন। আমার লেখা আপনি পড়েন, জেনে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে। ভাল থাকুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File