কবিতাঃ সম্পর্ক / শঙ্কর দেবনাথ

লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ২২ ডিসেম্বর, ২০১৪, ০৮:১৯:৩৪ সকাল

তোমার চোখের মধ্যে

অরূপলোকের জল

টলমল করে-

আর গদ্যে পদ্যে

খিচুড়ি পাকায়

বুকের গভীর থেকে সাপ

স্বপ্নের উত্তাপ মেখে

কামনার ফণায়

তাকায়

মন আর দেহের মধ্যিখানে

অলৌকিক যানে বসে

প্রেম ওঠে হেসে

সম্পর্ক সাজানো থাকে

উজ্বল শো'কেসে---

বিষয়: সাহিত্য

৯৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File