ছড়ি/ শঙ্কর দেবনাথ
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ১৪ ডিসেম্বর, ২০১৪, ০৯:৪৮:১৩ সকাল
রাজাদের নীতি আজ
নয় নীতি রাজ,
রাজনীতি মানে শুধু
দেশে ভীতি রাজ।
নেই কোনো নীতি, প্রেম-
প্রীতি, মমতার,
দেশ নয়, শেষ মেশ
লোভ ক্ষমতার।
বিষয়: সাহিত্য
৭৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন