ছড়ি / শঙ্কর দেবনাথ
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ১০ ডিসেম্বর, ২০১৪, ০৮:২০:৫১ রাত
সাচা যদি বলো, চাচা
রাগে হন লাল,
কান গেল, মান গেল,
একী দিনকাল!
মাথা গুঁজে, মুখ বুজে
দেখো চোখ মেলে,
মুখ যদি খোলো দাদা,
সুখ যাবে ফেলে।
বিষয়: সাহিত্য
৯৫৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন