বিষ ও ফুল / শঙ্কর দেবনাথ
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ০৯ ডিসেম্বর, ২০১৪, ০২:১৪:১৯ দুপুর
গল্পের ভেতরে সাপ শুয়ে থাকে।
সংগোপনে।
রাত বাড়ে।
গল্প ঘুমোলে কবিতা জাগে।
সাপ ফণা তোলে।
বিষ ঢালে।
ডালে ফুটফুটে ফুল হাসে।
বিষয়: সাহিত্য
৮৯২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন