ছড়াঃ স্বপ্নদেখা / শঙ্কর দেবনাথ

লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ০৫ ডিসেম্বর, ২০১৪, ০৮:৩১:৪৪ সকাল

বাবাঃ এই ভোলা, তুই রাতের বেলায়

টর্চের আলো জ্বেলে,

আঁধার ঘরে গাধার মতন

দেখিস কি চোখ মেলে?

ভোলাঃ সবাই দেখে অন্ধকারেই

ঘুমের মাঝেই ডুবে,

সবকিছু হয় মিথ্যে, যখন

সুয্যি ওঠে পুবে।

তাইতো আমি না ঘুমিয়েই

টর্চের আলো জ্বেলে,

পষ্ট করেই নিচ্ছি দেখে

স্বপ্ন দু'চোখ মেলে।

বিষয়: সাহিত্য

৯৫৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291435
০৫ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৫৫
শেখের পোলা লিখেছেন : মোদের ভোলা স্বপ্ন দেখে,
দিনের বেলা জেগে,
ভোলার এমন স্বপ্ন দেখায়
বাবা গেলেন রেগে৷
ভোলা কহে ফ্যাশণ এটা,
গুণী জনে করে,
আমরা দেখায় দোষ কিবা তা
বলতে পর মোরে?
291439
০৫ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:০৫
শঙ্কর দেবনাথ লিখেছেন : বাহ্, শেখের পোলা ভাই, সুন্দর লিখেছেন। ধন্যবাদ।
291479
০৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনার কবিতাগুলো পড়ে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File