ছড়াঃ সাপ দেখেছো----
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ০৪ ডিসেম্বর, ২০১৪, ০৮:৩৭:২১ রাত
সাপ দেখেছো হিস হিসানো
পা দেখোনি সাপের,
ভূত দেখোনি, ঠিক দেখেছো
শ্রাদ্ধ ভূতের বাপের।
দেখতে পেলেও ঘুঘু, বোধ হয়
ফাঁদ দেখোনি ঘুঘুর,
ভয় পেয়ো না, যেমন কুকুর
তেমনি আছে মুগুর।
বিষয়: সাহিত্য
৯৪৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন