কবিতাঃ পৌরাণিক গাছ
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ০৪ ডিসেম্বর, ২০১৪, ০৭:৩৯:০৪ সকাল
বেগবতী বুকে বয় সুখে
শিয়রে নীলাভ জ্বর
বসে থাকে আর
লোহার বাসর ঘরে
লখিন্দর অঘোরে ঘুমোয়
অহমের হাত ধরে
সোহমের ওম এসে
সামনে দাঁড়ায়
মোহনা বাড়ায় হাত--
নদীর শরীরে খেলে
জাতিস্মর মাছ
কবির হৃদয় এক
পৌরাণিক গাছ---
বিষয়: সাহিত্য
৮৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন