কবিতাঃ অপেক্ষা / শঙ্কর দেবনাথ

লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ০৩ ডিসেম্বর, ২০১৪, ০৪:৩৯:২৫ বিকাল

বধির বোধির পাশে

শুয়ে থাকে নদী

আর

নদীর বুকের মধ্যে

যদি-র নিঃশব্দ মুখ-

মাথা গুঁজে চোখ খোঁজে

চাঁদের মদির জল

যদি নেমে আসে

থর থর পৃথিবীর ঘরে

অপেক্ষা একা একা

রোদে পুড়ে মরে---

বিষয়: সাহিত্য

১০৯৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290980
০৩ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
291031
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০৯
নির্বোধ১২৩ লিখেছেন : নদীর বুকের মধ্য
যদি-র নিঃশব্দ মুখ-


বেশ লাগল। ভাবটা ঝুলেই রইল। অপেক্ষা...
299324
০৫ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৩১
শঙ্কর দেবনাথ লিখেছেন : সবাইকেই শুভেচ্ছা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File