ছড়াঃ গাছের ছবি / শঙ্কর দেবনাথ
লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ০৩ ডিসেম্বর, ২০১৪, ১১:৫৩:২৬ সকাল
গাছ লাগাও আর
সবুজ জাগাও,
ভাগাও মরু খরা,
শ্লোগান শুনে
রবির মনে
ইচ্ছেরা দেয় ধরা।
গাছ লাগানোর
নেই জমি ওর,
তাই সারাদিন রবি,
ঘরের দেয়াল
ভরেই লাগায়
হাজার গাছের ছবি।
বিষয়: সাহিত্য
১১৫০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন