ছড়াঃ গচ্ছিত ধন

লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ০১ ডিসেম্বর, ২০১৪, ০৯:৫৯:০৫ সকাল

খোকন মাকে প্রশ্ন করে-

বলতে পারো মাম্,

তোমার কাছে আমার আছে

কত্তো টাকা দাম?

হেসে কেঁদে বলেন মা যে-

জানিস নে তা বোকা!

তুই তো আমার গচ্ছিত ধন,

সোনামানিক খোকা।

খোকন বলে- যেখানে সেই

গচ্ছিত ধন রাখা,

কুলপি খাবো, সেখান থেকেই

দাও না দু'টো টাকা!

বিষয়: সাহিত্য

৯২৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290172
০১ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪৬
কাহাফ লিখেছেন :
কুইক কমেন্ট:
ভালো লাগলো অনেক ধন্যবাদ
290212
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File