ছড়াঃ সেই গাছ - এই আজ

লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ৩০ নভেম্বর, ২০১৪, ০৭:৩৬:১৭ সকাল

প্রাণ দেয়

ঘ্রাণ দেয়

দেয় ছায়াবুক,

জল দেয়

বল দেয়

দেয় মায়ামুখ।

শিস দেয়

বিষ নেয়

বিষহরা হয়,

জ্বরা নেয়

খরা নেয়

দেয় বরাভয়।

ধরে রাখে

ভরে রাখে

মাটি আর মা-টি,

বাসা দেয়

আশা দেয়

বন্ধু সে খাঁটি।

সেই গাছ

এই আজ

মানুষেরা কাটে,

মুখ বুজে

সুুখ খুঁজে

মরুপথে হাঁটে।

বিষয়: সাহিত্য

৯৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289822
৩০ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
290929
০৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:১০
শঙ্কর দেবনাথ লিখেছেন : ধন্যবাদ। সবাইকেই শুভেচ্ছা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File