ছড়াঃ যার কিছু নাইরে

লিখেছেন লিখেছেন শঙ্কর দেবনাথ ২৯ নভেম্বর, ২০১৪, ০১:৫৭:৩৯ দুপুর

সমাজের মানি লোক

হতে গেলে ভাইরে,

পকেটে ভর্তি শুধু

Money থাকা চাইরে।

লাভ নেই যেখানে

Love নেই সেখানে,

তাই পড়ে মার খায়

যার কিছু নাইরে।

বিষয়: সাহিত্য

৮৪৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289495
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০২:৫৩
অবাক মুসাফীর লিখেছেন : আখতারুজ্জামান ইলিয়াস সাহেব বাংলার মধ্‌যে ইংরেজী শব্দ ঢুকাইতেন, লিখতেন বাংরেজী ভাষায়। আপনি তো দেখি ছড়ায় এই কাজ শুরু করছেন, তাও আবার ইংলিশেই। ভালো তো ... ভালো না?
289510
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:১০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বাহ চমৎকার Thumbs Up Thumbs Up
289559
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৩
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
289615
২৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মান খাকে মানির না mounyর!!!

১০০% ঠিক কথা বলেছেন ভাই।
289641
২৯ নভেম্বর ২০১৪ রাত ০৮:০৩
শঙ্কর দেবনাথ লিখেছেন : সবাইকেই শুভেচ্ছা।"

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File