বাংলাদেশ বিশ্বের মানব (চিড়িয়া) খানা
লিখেছেন লিখেছেন আবু নুসাইবা ১৬ জানুয়ারি, ২০১৫, ০৩:১৮:০৩ দুপুর
৫২ হাজার বর্গমাইলের ছোট্ট এ দেশটি স্বাধীন-স্বার্বভৌম, সুজলা-সুফলায় পূর্ণ, ধর্মীয় সম্প্রীতির অনন্য একটি দেশ। কিন্তু দীর্ঘ সংগ্রাম ও রক্তের বিনিময় অর্জিত সোনার এ দেশটি যেন এখন মানব চিড়িয়া খানায় পরিণত হয়েছে।
চিড়িয়া খানায় মূলত পৃথিবীর বিভিন্ন স্থান হতে অদ্ভুত অথচ দূর্লভ সব প্রাণীর সমাহার ঘটে। দেশের নানা প্রান্ত হতে টিকেট কেটে খাচায় বন্দী সেসকল প্রাণী দেখতে মানুষজন চিড়িয়া খানায় ভীড় জমায়। অদূর ভবিষ্যতে বিশ্বদরবারে আমাদের ছোট্ট এ দেশটির অবস্থাও হয়ত এমনই হবে। তবে এখানে জীব-জন্তুর পরিবর্তে থাকবে দু'পেয় প্রাণী-মানবজাত।
কেননা-
# এ দেশের প্রধানমন্ত্রির পদে আসীন সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়, অনির্বাচিত একজন দলপতি।
# এ দেশে একজন মৃত ব্যক্তির অবমাননার বিরুদ্ধে আইন হয় অথচ বিশ্বজাহানের নবীর বিরুদ্ধে কটুক্তি করলে কোন আইন নেই বরং প্রতিবাদ করলে তখন প্রশাসনের রোষানলে পরতে হয়।
# এ দেশে প্রতিপক্ষকে ঘায়েল করতে যেয়ে মন্ত্রী-এমপিদের মুখের ভাষা হয় নিষিদ্ধ পল্লীর চেয়েও জঘন্য।
# এ দেশের অধিকাংশ মন্ত্রী-এমপিরা পাগল, দুশ্চরিত্র, মনোভাব অত্যন্ত হিংস্র।
# এ দেশের সরকার সর্বশক্তি নিয়োগ করেও কুপে নিপতিত একটি শিশুকে উদ্ধার করতে পারে না।
# এ দেশের সাধারণ জনতা নারীর অধীনে তুষ্ট। তাই শত জুলুম-নির্যাতন, বৈষম্য, অনিয়ম-দূর্ণীতি, নাগরিক অধিকার হরণ করার পরও নির্বাচনের সময় সব ভুলে গিয়ে তাদেরকেই ভোট দেয়।
বিষয়: বিবিধ
১৩৬১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন