মুমিন কথায় নয় কাজে প্রমাণ দেয়
লিখেছেন লিখেছেন আবু নুসাইবা ০৬ ডিসেম্বর, ২০১৪, ০৮:৩৯:১০ রাত
আশেকে রাসূল দাবি করলেই যেমন আশেকে রাসূল হওয়া যায় না, আহলে হাদিস দাবি করলেই যেমন হাদিসপন্থী হওয়া যায় না তেমনি দেওবন্দী দাবি করলেই দেওবন্দী হওয়া যায় না। কারা প্রকৃত পক্ষে আশে রাসূল-আহলে হাদিস আর কারা সত্যিকারের দেওবন্দী তা এখন দিবালোকের ন্যায় স্পষ্ট!
আশেকে রাসূল দাবি করতে হলে রাসূলের (সা) প্রতি ভালবাসার প্রমাণ দিতে হবে। আহলে হাদিস দাবি করতে চাইলে রাসূল (সা) এর অনুসৃত পথে চলতে হবে। দেওবন্দী দাবি করলে দেওবন্দীদের ইতিহাস ও অবদান জেনে তাদের চেতনা ও আদর্শ শুধু কথায় নয় কাজেও প্রমাণ করে দেখাতে হবে।
আপনি কেমন আশেকে রাসূল-আহলে হাদিস, রাসূলের অপমানে আপনার মন কাঁদে না? আপনি কেমন দেওবন্দী, ইসলামের বিধান নিয়ে ধৃষ্টতা দেখালেও আপনার মন প্রতিবাদী হয়ে ওঠে না? সর্বোপরি আপনি কেমন মুসলমান, ইসলামের বিধানের উপর আঘাত আসলে আপনার স্বত্বা জেগে ওঠে না?
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন