সরকার তুমি কার?

লিখেছেন লিখেছেন আবু নুসাইবা ০৫ ডিসেম্বর, ২০১৪, ১০:৫৯:৫৬ রাত

লতিফের ফাঁসি ও ধর্মদ্রোহীদের শাস্তির দাবিতে আন্দোলন তো কম হল না।

চট্রগ্রামের জাম্বুরি ময়দানে, খুলনার ডাকবাংলা চত্বরে, এরপর এখন হল বাইতুল মুকাররমে আবার সামনে আছে সিলেটে। এ ছাড়াও সমাবেশ, বিক্ষোভ মিছিল ইত্যাদি তো আছেই।

নাস্তিকবিরোধী এত আন্দোলন-সংগ্রাম দেখে হয়তো স্বয়ং নাস্তিকরাই অতিষ্ঠ হয়ে গেছে মাগার আমাদের প্রধানমন্ত্রীর এখনো টনক নড়ছে না!

ম্যাডাম প্রধানমন্ত্রী, আপনি বলবেন কি, গুটি কয়েক নাস্তিক নামের নরকের কীটকে তুষ্ট করতে বৃহত্তর মুসলিম জনগোষ্ঠিকে রুষ্ট করে কাদেরকে সন্তুষ্ট করতে চাচ্ছেন?

ইসলামী আন্দোলন নিয়মতান্ত্রিক আন্দোলন করছে বলে বিষয়টি গায়ে মাখছেন না, মনে রাখবেন! এ অব্যাহত আন্দোলনে যদি জাগ্রত তৌহিদী জনতার ধৈর্যচ্যুত ঘটে তখন তা হয়ে যাবে অনিয়মতান্ত্রিক। যা প্রতিরোধ করার ক্ষমতা আপনার অনুগত বাহিনীর নেই। তাই শুভ বুদ্ধির পরিচয় দিয়ে মুরতাদ লতিফের ফাঁসির ব্যবস্থা করুন এবং ধর্মদ্রোহীদের সর্বোচ্চ শাস্তির আইন পাশ করে বৃহত্তর জনগোষ্ঠির দবি পুরণ করুন!

বিষয়: বিবিধ

১০৬৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291552
০৫ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১১
ভিশু লিখেছেন : এই সরকার সুস্পষ্টভাবে নাস্তিকবান্ধব।
291572
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:০৬
অনেক পথ বাকি লিখেছেন : রাস্তায় সমাবেশ করে কাজ হবে না মাঠে নামুন।
291583
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:২৭
শেখের পোলা লিখেছেন : কাকের মাংস নাকি কাকে খায়না৷
291825
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪১
আবু নুসাইবা লিখেছেন : কোন মাঠে?@অনেক পথ বাকি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File