ব্লাসফেমি আইনের প্রয়োজনীয়তা

লিখেছেন লিখেছেন আবু নুসাইবা ০৩ ডিসেম্বর, ২০১৪, ০৮:২৮:২৮ রাত

মাতৃভূমির ঐতিহ্য রক্ষার স্বার্থেই ব্লাসফেমি আইন জরুরী

মুরতাদ, ধর্মদ্রোহীদের রক্ষা করতে চায় না সরকার-এটা প্রমাণ করতেই আব্দুল লতিফের মন্ত্রিত্ব ও দলীয় পদ কেড়ে নেয়া হয়েছে বলে কেউ কেউ বলছেন।

আমাদের প্রশ্ন-তাহলে সরকার দলীয় সাংসদ হিসেবে আব্দুল কেন এখনো বহাল তবিয়তে আছেন।

যে কোনো ধর্মের বিরুদ্ধে কিংবা সে ধর্মের প্রবর্তকের ব্যাপারে কেউ কটুক্তি করলে তাকে শাস্তির আওতায় আনতে কেন সংসদে ব্লাসফেমি আইন পাশ করা হচ্ছে না?

আসলে ’যে যায় লংকায় সেই হয় রাবন’ প্রবাদটি প্রমাণ করতে আমাদের দেশের সরকারের জুড়ি মেলা ভার। মুরতাদ, ধর্মদ্রোহীদের শাস্তির আওতায় না আনলে সরকারকেও বিপদে পড়তে হবে। সকল ধর্মের সহ-অবস্থানের দেশ বাংলাদেশ। মাতৃভূমির ঐতিহ্য রক্ষার স্বার্থেই ব্লাসফেমি আইন পাশ করা জরুরি।

আসুন! মুরতাদ, ধর্মদ্রোহীদের শাস্তির দাবিতে আন্দোলন বেগবান করে তুলি।

বিষয়: বিবিধ

১২৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291054
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১৩
হতভাগা লিখেছেন : শিক্ষকের হাতে বেত দেখলে যেমন বেয়াদপ ও দুষ্ট ছাত্ররা অফ থাকে এবং ক্লাসের পরিবেশও ঠিক থাকে - তেমনি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বিনষ্টকারী নাস্তিক ও ধর্ম(ইসলাম)বিদ্বেষীদের সাইজে আনতে ব্লাসফেমী আইন এখন সময়ের দাবী ।

এটা দেশের আপামর শান্তপ্রিয় মানুষ একবাক্যে স্বীকার করবে এবং চাইবে যে এই আইন আসুক।
291303
০৪ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০৭
আবু নুসাইবা লিখেছেন : ঠিক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File