অন্তঃশীল

লিখেছেন লিখেছেন আরিফিন আল ইমরান ০৮ এপ্রিল, ২০১৫, ০৩:৩২:২৮ দুপুর



ধাবিত হও পতিত আত্না,

সন্দেহাতীত আলোর পানে ।

ছিন্ন কর নাগপাশ-

আদি শত্রুর, অভিসম্পাতদুষ্টের ।

না কোনো মোহ, না কোনো দ্রোহ,

শুধু অন্তঃশীল উপাসনায়-

প্রবাহিত হও নিবিষ্ট ধ্যানে।

অনন্তর নিবদ্ধ হও-

অমুখাপেক্ষীর ত্রিলোকভেদী প্রেমে।

না আপন, না পর,

না শত্রু, না মিত্র,

এ পার্থিব প্রলোভনে-

তুমি শুধু নির্বিকার-নির্লোভ;

সাময়িক এক অতিথি ।

পুঞ্জীভূত দুঃখ দিন-রাত-

নীলাভ বৃষ্টির মত ঝরছে।

এ বিশ্বের বিপুল প্রেম-

বেদনার বহ্নিতে জ্বলছে।

তোমার চতুর্দিকে চিরায়ত নাগপাশ ।

তুমি বন্দী, তুমি আহত ।

বেঁচে থাক এ সংসারে,

শুধু এক ফোঁটা প্রেম এবং প্রজ্ঞার পিপাসায় ।

তাই নিবদ্ধ হও, ধাবিত হও-

অন্তঃশীল আদি উপাসনায় ।।

বিষয়: বিবিধ

১১১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File