কবি ও কবিতার প্রতিপক্ষ

লিখেছেন লিখেছেন আরিফিন আল ইমরান ১১ ডিসেম্বর, ২০১৪, ০৫:৫৪:৫৭ বিকাল



যারা কবিতা লিখে তারা নাকি হতাশ, বিমর্ষ এবং পরাজিত। বাস্তবতার 'ব' অক্ষরও তারা বোঝেনা। কাল্পনিক এক জগতে- তাদের বসবাস।কেউ তাদের পাত্তা দেয়না। কেউ তাদের পছন্দ করেনা। কারন কবিরতো কোনো ফিউচার নেই, কোনো ক্যারিয়ার নেই, কোনো টিআরপি নেই। যেহেতু সব কবিতা রবী ঠাকুর, নজরুল, সুকান্ত, জীবনানন্দরাই লিখে গিয়েছেন; সুতরাং নতুন করে আবার কবিতা লেখার দরকারটা কি ? কবিতা লেখা বা কবিতার পাঠক হওয়া, আসলে এইগুলা হল ব্যারাম। খেয়ে-দেয়ে কাজ না থাকলে যে ব্যারাম হয় আরকি ………।। এই হল কবি এবং কবিতা সম্পর্কে বর্তমান সমাজের ধারনা। কিন্তু আমি মনে করি-অন্য কিছু। কবিতার দুর্দিন চলছে-এ কথা সত্য। কবিরা সত্য ও সুন্দরকে বলিষ্ঠ কলমের আঁচড়ে তুলে আনতে পারছেননা, তাও সত্য। তবু ক্ষুধা, দ্বন্দ্ব, সংঘাত, সংকট, এবং প্রেম-অপ্রেমের পৃথিবীতে, কবিতার গুরুত্ব আজো অসীম। জ্ঞান, বিক্ষোভ, অনুভূতি, সংবেদ, বিপ্লব ও চেতনা প্রকাশের অস্ত্র হিসেবে কবিতা অবশ্যই টিকে থাকবে। সবাইতো আর নিজস্বতা বিকিয়ে, বিবেককে বন্ধক রাখবেনা। আভিজাত্য, বিলাস, সম্ভোগ, কিংবা বস্তুবাদের স্রোতে সবাই গা ভাসাবেনা। কেউ কেউ অবশ্যই কলমের তরবারি চালাবে। চিরচেনা গালিচার পথে না হেঁটে কেউ কেউ পাথুরে পথেই পা বাড়াবে………যদিও পৃথিবী নির্দয়, নিয়তি ক্ষমাহীন………।।

বিষয়: বিবিধ

১২৮২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

293424
১১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
ভিশু লিখেছেন : আমিও জীবনে অনেকবার কবিতা লিখতে বসে দেখেছি কিছুই কেউ লেখার বাকি রাখেন নি। কিন্তু একটু পরই কারো নতুন কবিতা দেখে মনে হয়েছে...ও...এটি কি তাহলে বাকি ছিল? আসলে আমাদের সে প্রতিভাটিই নেই... Sad
293437
১১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : ভীষণ ভীষণ ভালো লাগলো আপনার শব্দগুলো। Good Luck Good Luck Rose Rose Good Luck Good Luck
293496
১১ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০৯
অবাক মুসাফীর লিখেছেন : Ekkebare amar moner kotha....Happy
293755
১২ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১১
জোনাকি লিখেছেন : ভাল্লাগ্লো। ধন্যবাদ।
293898
১৩ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:০৬
বৃত্তের বাইরে লিখেছেন : ভালো লাগলো আপনার কথাগুলো Good Luck Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File