একজন নচিকেতা ও একলা চলার সাহস
লিখেছেন লিখেছেন আরিফিন আল ইমরান ০৫ ডিসেম্বর, ২০১৪, ০৫:৩৮:০৩ বিকাল
নচিকেতা। জীবনমুখী বাংলা গানের অন্যতম প্রবক্তা। আমার মতে, এই ধারার গানের সবচেয়ে উল্লেখযোগ্য শিল্পীও তিনি। অনেক ছোট থাকতে তার 'অন্তবিহীন পথ চলাই জীবন' গানটি শুনেছিলাম। সেটা ছিল তার প্রথম সলো এলবামের গান। গানটা বুঝেছি আরো অনেক পরে। এখনও শিহরিত হই ঐ লাইনটাতে এসে, প্রতিবাদে-প্রতিরোধে নামাই জীবন, লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন। কী অসাধারণ উপলব্ধি ! এমন আরো অনেক গান আছে, যা দিয়ে নচিকেতা আমার ভিতরে একটা আলাদা জায়গায় তৈরী করে নিয়েছেন। শুধু কী গান- নীলাঞ্জনা, অনির্বাণ, রাজশ্রী এইসব চরিত্রও আজ এক একটি মাইলস্টোন। গানের প্রেক্ষাপটকে সমাজ, রাজনীতি, আত্নজৈবনিকতা, দর্শনের রাজ্যে নিয়ে যাওয়ার কাজটি-তিনি এত সার্থকভাবে করেছেন, যা বাংলা গানে অবশ্যই এক নতুন সংযোজন। একজন তরুণ সংগীত পরিচালক হিসেবে আমি তার কাছ থেকে আজো শিখছি। গানের শব্দ চয়ন, শরীর গঠন, বিষয় নির্ধারণ, বৈচিত্র্য সন্ধানে-নচিকেতা আমার জানার উৎস। প্রতিকূল পৃথিবীতে একলা চলার সাহস- যাদের থেকে পাই, তিনি তাদেরই একজন।
বিষয়: বিবিধ
১৩৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন